আজকাল ওয়েবডেস্ক: কিলিয়ান এমবাপের জোড়া গোলে জিতল রিয়াল মাদ্রিদ। 

খেলার পুরো সময় দাপট দেখানোর পরেও ভিয়ারিয়ালকে হারতে হল ম্যাচটা। বিধ্বস্ত দেখায় রিয়ালকে। তবুও দিনের শেষে রিয়াল ২-১ গোলে ভিয়ারিয়ালকে হারিয়ে লা লিগার শীর্ষে পৌঁছল। 

হুয়ান ফয়থের গোলে এগিয়ে গিয়েছিল ভিয়ারিয়াল। 

আক্রমণে তারাই টেক্কা দিচ্ছিল। রিয়াল তিনটি কর্নার আদায় করে। ভিয়ারিয়াল কর্নার পায় ১১টি। কিন্তু প্রথমটি ছাড়া একটিও কাজে লাগাতে পারেনি ভিয়ারিয়াল। 

২৮টি ম্যাচ থেকে ৬০ পয়েন্ট নিয়ে রিয়াল এখন লিগ টেবিলের শীর্ষে। ২টি ম্যাচ কম খেলেছে বার্সেলোনা। রিয়ালের থেকে তিন পয়েন্টে পিছিয়ে থেকে লিগ টেবিলের দুই নম্বরে বার্সা। 

২৭টি ম্যাচ থেকে ৫৬ পয়েন্ট সংগ্রহ করে তিনে  অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে রিয়াল। খেলার পাঁচ মিনিটে আয়োসে পেরেজের নিচু শট বাঁচান কুর্তোয়া। এর ঠিক ২ মিনিট পরে পেরেজের আরও একটি শট বাঁচান বেলজিয়ান গোলরক্ষক। তবে সেটি কর্নার হয়। 

ওই কর্নার থেকেই এগিয়ে যায় ভিয়ারিয়াল। ভিয়ারেয়ালের টানা আক্রমণ সামলে ১৭ মিনিটে সমতা ফেরায় রিয়াল মাদ্রিদ। এমবাপের পাসে ব্রাহিম দিয়াসের শট বাঁচান ভিয়ারিয়াল গোলকিপার। ফিরতি বলে এমবাপে গোল করে সমতা ফেরান। 

এর ঠিক পরেই কুর্তোয়া বাঁচান রিয়াল মাদ্রিদকে। ২৩ মিনিটে এমবাপে নিজের দ্বিতীয় গোলটি করেন। 

রিয়ালের হয়ে অভিষেক মরশুমে ২৬টি ম্যাচে এমবাপের গোল ২০টি। বার্সেলোনার লেভানডস্কি ফরাসি তারকা এমবাপের থেকে একটি গোল বেশি করেছেন। সব প্রতিযোগিতা ধরলে এমবাপের গোলসংখ্যা এখন ৩১। বিরতির পরে ভিয়ারিয়াল খেলায় ফেরার চেষ্টা করে। একাধিক বার রিয়ালের বক্সে ভয় ধরায়। কিন্তু কুর্তোয়া রিয়ালকে বাঁচান।