আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেট মাঠে ফের মুখোমুখি শচীন ও লারা। একসময়ে এই দুই তারকার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আলোড়িত হত বিশ্বক্রিকেট। কত কালি খরচ হয়েছে দু'জনকে নিয়ে তার ইয়ত্তা নেই। 

ইন্টার ন্যাশনাল মাস্টার্স লিগের ফাইনালে আজ আবার দেখা হবে দুই কিংবদন্তির। ফাইনালে  ভারতের সামনে ওয়েস্ট ইন্ডিজের মাস্টার্স দল। দু'দলের অধিনায়ক আবার শচীন ও লারা। 

পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে জিতে সেমিফাইনাল উঠেছিল ভারত। লিগ পর্বে হার মেনেছিল কেবল অস্ট্রেলিয়া মাস্টার্সের কাছে। সেই অস্ট্রেলিয়া মাস্টার্সকে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। 

অন্যদিকে সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের ছাড়পত্র জোগাড় করে লারার দল। লিগ পর্বে ভারতের কাছে সাত রানে হার মেনেছিল ক্যারিবিয়ানরা। আজ কি লারার দল ভারতকে হারিয়ে প্রতিশোধ নিতে পারবে? 

লিগ পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেননি মাস্টার ব্লাস্টার। ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন যুবরাজ সিং। তেণ্ডুলকর পাঁচটি ম্যাচ থেকে ১৫৬ রান করেন। চারটি ম্যাচ থেকে লারার সংগ্রহ ১০৭ রান। 

আজ আরও একবার দুই মহানায়ক মুখোমুখি। পুরনো সেই প্রতিদ্বন্দ্বিতা কি তাঁরা ফিরিয়ে আনতে পারবেন?