আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় রেল মানেই হল যাত্রীদের জন্য নিয়োজিত পরিষেবা। এবার সেই পরিষেবাকে আরও উন্নত করতে দেশের একটি শহরকে তারা বেছে নিল। এই শহরে রেল স্টেশনে এলেই সকল যাত্রীদের জন্য থাকছে বিশেষ বিনোদনের ব্যবস্থা।
ভারতের একটি শহরকে বেছে নেওয়া হয়েছে। সেখানে তৈরি করা হচ্ছে ১১ টি প্ল্যাটফর্ম। এটি শুনে অনেকেই মনে করছেন এমন কী বিশেষত্ব রয়েছে সেখানে। কেন রেল এমন একটি ব্যবস্থা করতে চলেছে। তবে এই প্রশ্নের উত্তর দিয়েছে রেল। তারা জানিয়ে দিয়েছে তারা একটি বিশেষ শহরকে বেছে নিয়েছে। তারা থানেকে বেছে নিয়েছে। সেখানকার পুরসভার সঙ্গে তারা কথাও বলে ফেলেছেন। এবার সেখান থেকে এই নতুন কাজটি তারা শুরু করবেন।
২০২৬ সালের ৩০ জুনের মধ্যে শেষ হয়ে যাবে এই কাজ। যে নতুন প্রোজেক্ট নেওয়া হয়েছে তাতে ৯ হাজার স্কোয়ার মিটার এলাকা বেছে নেওয়া হয়েছে। রেলস্টেশন চত্বরে গাড়ি রাখার বিশেষ ব্যবস্থা থাকছে। থাকবে বাস থাকার ব্যবস্থাও। সেখান থেকে ২ কিলোমিটারের মধ্যে যোগাযোগ করা যাবে এক্সপ্রেসওয়ের সঙ্গেও।
এই রেল স্টেশনে থাকবে বিশেষ ফুড কোর্টও। সেখানে বিনোদনের সমস্ত ব্যবস্থা থাকছে। পাশাপাশি যদি কেউ শপিং করতে চান তাহলে সেখানে থাকছে শপিং মল, ফুড কোর্ট, গেম খেলার বিশেষ জোন। এখানেই শেষ নয় থাকছে হোটেলে থাকার ব্যবস্থাও। গোটা বিষয়টি দেখভাল করবে রেল।
এই পরিষেবা চালু হলে এই শহরের রেল যাত্রীরা যথেষ্ট খুশি হবেন। এটি একটি পাইলট প্রোজেক্ট হিসাবে করা হবে। যদি এর সফলতা মেলে তাহলে দেশের অন্য বিভিন্ন প্রধান শহরকে টার্গেট করা হবে। সেখানে এই ধরণের কাজ করা হবে। রেল যে শুধু যাত্রীদের নিজেদের গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থা করবে তা নয়, তাদের যাত্রাপথকে অতি সহজ তৈরি করা এবং বিনোদনের সমস্ত বিষয়টিও মাথায় রাখবে। তাই এমন একটি সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।
