আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর অর্থনৈতিক অপরাধ বিশেষ আদালত শুক্রবার (১৪ মার্চ) জনপ্রিয় কন্নড় অভিনেত্রী হর্ষবর্ধিনী রণ্যা ওরফে রণ্যা রাওয়ের জামিনের আবেদন খারিজ করেছে। তাঁকে সম্প্রতি দুবাই থেকে বেঙ্গালুরুতে ১৪ কেজির বেশি সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়।
রাজস্ব গোয়েন্দা সংস্থা (ডিআরআই) জানিয়েছে, এটি সম্প্রতি বেঙ্গালুরু বিমানবন্দরে ধরা পড়া সোনার বৃহত্তম চালানগুলির একটি। ডিআরআই এই ঘটনা একক নাকি একটি বৃহত্তর সোনা পাচার চক্রের অংশ তা তদন্ত করছে, কারণ রাও গত ছয় মাসে ২৭ বার দুবাই ভ্রমণ করেছেন।
ডিআরআই-এর মতে, ৩৩ বছর বয়সী রাও ৩ মার্চ এমিরেটস ফ্লাইটে দুবাই থেকে বেঙ্গালুরুতে এসে পৌঁছানোর পর, তাঁর কাছ থেকে ১৪.২ কেজি সোনা উদ্ধার করা হয়। সোনাগুলি অত্যন্ত চতুরভাবে তাঁর দেহে লুকানো ছিল। তদন্তে জানা গেছে, রাও প্রায়শই বিমানবন্দরের ভিআইপি চ্যানেল ব্যবহার করে বিমানবন্দর থেকে বের হতেন এবং সেখান থেকে স্থানীয় পুলিশ তাঁকে বাড়ি পৌঁছে দিত।
ডিআরআই কর্মকর্তারা আরও জানিয়েছেন, রাওয়ের বাড়ি থেকে সোনা ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে, যার মোট মূল্য ১৭.২৯ কোটি টাকা। এ ঘটনায় তাঁর সৎ বাবা, যিনি কর্ণাটক পুলিশের একজন উচ্চপদস্থ আইপিএস অফিসার, তাঁর নামও উঠে এসেছে। দশ বছর আগে তাঁর বিরুদ্ধে কর্ণাটক থেকে কেরালায় সোনা পাচারের এক মামলায় যুক্ত থাকার অভিযোগ ওঠে, যদিও তাঁর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
এই ঘটনার পর, ১০ মার্চ কর্ণাটকের ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস (ডিপিএআর) অতিরিক্ত মুখ্য সচিব গৌরব গুপ্তাকে এই মামলার তদন্তের নির্দেশ দিয়েছে।
