নিজস্ব সংবাদদাতা: 'খাকি- দ্যা বেঙ্গল চ্যাপ্টার'- এর প্রচারে এসে নিজের হাতেই অনুষ্ঠান পরিচালনার সব দায়িত্ব তুলে নিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ট্রাম চলাচল যাতে বন্ধ না হয়ে যায়, সেই কারণে নিজে এসে পরিস্থিতি সামলালেন টলিউডের 'ইন্ডাস্ট্রি'।

 

'খাকি- দ্যা বেঙ্গল চ্যাপ্টার- এ প্রথমবার একসঙ্গে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জিৎকে। কলকাতার প্রেক্ষাপটে তৈরি এই সিরিজে প্রথমবার দেখা যাবে টলিপাড়ার এই দুই প্রথম সারির তারকাকে। এঁদের দু'জন ছাড়াও ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর টলিউড তারকাদের ছড়াছড়ি। রয়েছেন বলিউডের একাধিক তারকারা। এদিন সিরিজের প্রচারে ধর্মতলার ট্রাম ডিপোতে হাজির হয়েছিল প্রসেনজিৎ, জিৎ, চিত্রাঙ্গদা সিং সহ 'খাকি ২'-এর একাধিক তারকাকে।  তবে এই তারকাদের দেখতে গিয়ে বেজায় ভিড় জমে যায় রাস্তা ছাড়িয়ে ট্রাম লাইনের উপরেও। ফলে ট্রাম চলাচল কিছুক্ষণের জন্য ব্যাহত হওয়ার অবস্থা তৈরি হয়। এবং তা চোখে পড়ামাত্রই নিজের হাতে ভিড় সামলাতে নেমে যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

 

ছবিশিকারিদের থেকে শুরু করে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে, বুঝিয়ে সবাইকে সেই জায়গা থেকে সরিয়ে ট্রাম চলাচলের ব্যবস্থা করে দিলেন '২২শে শ্রাবণ'-এর নায়ক। টলিউডের যে কোনও সমস্যাতেই সব সময় এগিয়ে থাকেন প্রসেনজিৎ।  সমস্যায় পড়লেই তাঁর দ্বারস্থ হন টলিপাড়ার শিল্পী থেকে শুরু করে কলাকুশলীরা। এদিনও তাই পরিস্থিতি সামাল দিতে নিমেষে সুপারস্টার সত্ত্বা ছেড়ে এগিয়ে এলেন প্রসেনজিৎ।   আর এই পরিস্থিতিতে কেউ যাতে আঘাত না পান, সেই দিকেও নজর রাখলেন প্রসেনজিৎ। এর পাশাপাশি বিনোদনের আবহ রাখতে সহ-অভিনেতাদেরও হাসি-মজায় মাতিয়ে রাখলেন তিনি।

 

 

পর্দা কাঁপাতে প্রথমবার এই দুই বাংলা চলচ্চিত্র জগতের তারকাকে একসঙ্গে দেখা যাবে পর্দায়। তাঁদের একসঙ্গে দেখার জন্য বহু বছর অপেক্ষা করেছেন ছবিপ্রেমী দর্শক। সেই অপেক্ষার অবসান হতে চলেছে। এই সিরিজের অধিকাংশ শুটিং কলকাতাতেই হয়েছে, সেই কারণে 'খাকি ২'-এর প্রচারের জন্য কলকাতার রাস্তাকেই বেছে নিল 'খাকি- দ্যা বেঙ্গল চ্যাপ্টার'-এর দল।