আজকাল ওয়েবডেস্ক: নিজের বাড়ি থেকে নিখোঁজ বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধার করল দিল্লি পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নন্দ নগরী এলাকায়।
শনিবার পুলিশ জানিয়েছে, মৃত বৃদ্ধার নাম আশা দেবী। ৬০ বছরের ওই বৃদ্ধা গত ১০ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন। তিনদিন পর ১৩ ডিসেম্বর থানায় মায়ের নিখোঁজের ঘটনাটি ঘিরে অভিযোগ জানান তাঁর ছেলে। ঘটনার তদন্ত শুরুর পর শুক্রবার বৃদ্ধার ছেলে থানায় ফোন করে জানান, বাড়ির নিচের তলা থেকে দুর্গন্ধ বের হচ্ছে।
সেদিনই ওই বাড়ির এক ঘরের বিছানার তলা থেকে বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধার করা হয়। বৃদ্ধার দেহ প্লাস্টিকে মোড়ানো ছিল। দেহে কোনও ক্ষতচিহ্ন দেখা যায়নি। যদিও দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ফরেন্সিক টিম ঘটনাস্থলে পৌঁছে খতিয়ে দেখছে। ঘটনায় অপহরণ করে খুনের মামলা দায়ের করেছে পুলিশ।