আজকাল ওয়েবডেস্ক: নিয়োগ দুর্নীতির মামলায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির জোড়া মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করতে বলল শীর্ষ আদালত। অভিষেক দুটি আবেদন করেছিলেন। এক, হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি বদল। দুই, বিচারপতিদের বক্তব্যে মিডিয়া রিপোর্টিং বন্ধ হোক। দুই আর্জি খারিজ করেছে সুপ্রিম কোর্ট। দরকার হলে কলকাতা হাইকোর্টে আবেদন করতে পারবেন অভিষেক ব্যানার্জি। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের শুনানি পর্বের রিপোর্ট প্রকাশের ওপরে নিষেধ জারি হোক, এই আবেদন জানান অভিষেকের আইনজীবী। তবে বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়ে দেয়, কলকাতা হাইকোর্টে আপত্তি জানাতে পারেন অভিষেক ব্যানার্জি।
