আজকাল ওয়েবডেস্ক: নতুন আয়কর বিল, ২০২৫-এ নির্বাচনী বন্ড সম্পর্কিত ধারাগুলি অন্তর্ভুক্ত থাকায় বিশেষজ্ঞদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সুপ্রিম কোর্ট ২০২৪ সালে নির্বাচনী বন্ড স্কিমকে “অসাংবিধানিক” বলে ঘোষণা করেছিল এবং এটিকে বাকস্বাধীনতা ও তথ্যের অধিকার লঙ্ঘন হিসেবে ঘোষণা করেছিল।
নতুন আয়কর বিলে রাজনৈতিক দল ও নির্বাচনী ট্রাস্টের আয়ে কর ছাড় সংক্রান্ত শিডিউল ৮-এ নির্বাচনী বন্ডের উল্লেখ করা হয়েছে। এর ফলে প্রশ্ন উঠছে, এটি কি আইন প্রণেতাদের অসাবধানতা, না কি সরকার ভবিষ্যতে কোনো পরিবর্তিত আকারে এই স্কিম ফিরিয়ে আনতে চায়?
২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, নির্বাচনী বন্ডের মাধ্যমে অনামী রাজনৈতিক অনুদান গ্রহণকে অসাংবিধানিক বলে ঘোষণা করা হয়েছিল। তবুও, নতুন আয়কর বিলে এই বিষয়টি থেকে যাওয়ার ফলে বিশেষজ্ঞরা মনে করছেন, এটি একটি পরিকল্পিত পদক্ষেপ হতে পারে।
AMRG & Associates-এর সিনিয়র পার্টনার রজত মোহন বলছেন, "নির্বাচনী বন্ড স্কিম বাতিলের জন্য সুপ্রিম কোর্টের যথার্থ কারণ ছিল, তবে এসব উদ্বেগ বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সমাধান করা যেতে পারে।"
Shardul Amarchand Mangaldas-এর পার্টনার রোহিত গর্গ বলেছেন, "নতুন আয়কর বিলের কাঠামোগত পরিবর্তন হয়েছে, তবে প্রধান ধারাগুলি একই রয়েছে।"
উল্লেখযোগ্য যে, ২০১৮ সাল থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নির্বাচনী বন্ডের মাধ্যমে ১৬,৫১৮ কোটি টাকার বন্ড ইস্যু করেছে।
