শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
AD | ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৩ : ০৭Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে মুর্শিদাবাদের লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাস সহ থানার আরও দুই আধিকারিককে মারধর করে গ্রেপ্তার হলেন বীরভূমের কীর্ণাহার থানার প্রাক্তন ভারপ্রাপ্ত আধিকারিক আশরাফুল শেখ। মারধরের মঙ্গলবার রাতে আশরাফুল-সহ মোট ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এসডিপিও ভগবানগোলা উত্তম গড়াই বলেন, 'লালগোলা থানার ওসি অতনু দাস, একজন সিভিক ভলেন্টিয়ার এবং আরও একজন আধিকারিককে সরকারি কাজে বাধা দেওয়া, মারধর করা সহ আরও একাধিক অভিযোগে আশরাফুল শেখ সহ মোট ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে দু'জনের পুলিশ হেফাজতের আবেদন করে বুধবার আদালতে পেশ করা হবে।' পুলিশ সূত্রের খবর ওসি-র আঘাত গুরুতর না হলেও এক আধিকারিকের হাতের আঙুল ভেঙে গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লালগোলা থানার অন্তর্গত দেওয়ানসরাই গ্রামের বাসিন্দা আশরাফুল শেখ নিজের পরিবারের এক সদস্য অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার রাতে তাঁকে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। অভিযোগ সেখানে কর্তব্যরত চিকিৎসক এবং নার্সরা আশরাফুল শেখের পরিবারের ওই সদস্যের ঠিক মতো চিকিৎসা করেননি। এরপরই হাসপাতালের মধ্যে আশরাফুলের পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতালেরই কিছু কর্মীর বচসা বেঁধে যায়। ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হন লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক-সহ আরও কয়েকজন আধিকারিক ও সিভিক ভলেন্টিয়ার। সূত্রের খবর, পুলিশ বিবাদ মেটানোর চেষ্টা করলে আশরাফুলের পরিবারের একজন মহিলা সদস্যা হটাৎই পুলিশের গায়ে হাত দেন। এরপরই 'মদ্যপ' অবস্থায় আশরাফুল শেখ এবং তাঁর পরিবারের আরও কয়েকজন সদস্য পুলিশকে নিগ্রহ করে বলে অভিযোগ।
প্রসঙ্গত গত বছর নভেম্বর মাসে দুই প্রতিবেশীর ঝামেলা মেটানোর জন্য ১ লক্ষ টাকার নেওয়ার অভিযোগ উঠেছিল কীর্ণাহার থানার তৎকালীন ভারপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে। এরপর আশরাফুলের বিরুদ্ধে 'দিদিকে বলো'তে ফোন করে অভিযোগ জানান বীরভূমের কয়েকজন বাসিন্দা। পুলিশের সাব-ইন্সপেক্টর আশরাফুলের বিরুদ্ধে কোনও কারণে ছাড়াই এক ব্যক্তিকে থানায় আটকে রেখে মারধর করার অভিযোগও উঠেছিল। গোটা ঘটনা পুলিশের শীর্ষমহলের নজরে আসার পরেই তাঁকে ভারপ্রাপ্ত আধিকারিকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে বীরভূমের পুলিশ সদর দপ্তরে কর্মরত ছিলেন আশরাফুল।
নানান খবর

নানান খবর

মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা, আসছেন ৭০০ কোটি টাকার উপহারের ডালি নিয়ে

মাধ্যমিকের ফলপ্রকাশের পরদিনই উত্তীর্ণ পড়ুয়ার রহস্যমৃত্যুতে ছড়াল চাঞ্চল্য

ধেয়ে আসছে কালবৈশাখী! কোন কোন জেলায় শনিবার ভারী দুর্যোগ জানুন

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও