আজকাল ওয়েবডেস্ক: বিভিন্ন যুগের ক্রীড়াবিদদের মধ্যে তুলনা টানা কঠিন। উচিতও নয়। কোনও যুগের সঙ্গে কোনও যুগের মিল নেই। তাসত্ত্বেও মাঝেমধ্যেই বিশ্বক্রিকেটে একটি প্রশ্ন ওঠে। একদিনের ক্রিকেটে সর্বকালের সেটা প্লেয়ার কে? এবার সবাইকে অবাক করে একদিনের ক্রিকেটের ইতিহাসে শচীনের বদলে সেরা হিসেবে বিরাটকে বেছে নিলেন বীরেন্দ্র শেহবাগ। ক্রিকেটের ভগবান বলে মানা হয় তেন্ডুলকরকে। ওপেনিংয়ে মাস্টার ব্লাস্টারের সঙ্গে তাঁর জুটি সর্বকালের সেরার মধ্যে অন্যতম। তাসত্ত্বেও দীর্ঘদিনের সতীর্থ এবং বন্ধুর থেকে এগিয়ে রাখলেন কিং কোহলিকে। দ্বিতীয় স্থানে রাখেন শচীনকে। তার ব্যাখ্যাও দেন বীরু।
একটি সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইটের সঙ্গে কথপোকথনে একদিনের ক্রিকেটের ইতিহাসে পাঁচজন ব্যাটারকে বেছে নেন শেহবাগ। পঞ্চম স্থানে রাখেন ক্রিস গেইলকে। চার নম্বরে রাখেন এবি ডি'ভিলিয়ার্সকে। তাঁর তৃতীয় স্থানে জায়গা পান ইনজামাম উল হক। দুই নম্বরে রাখেন বন্ধু শচীন তেন্ডুলকরকে। একনম্বর স্থান দেন বিরাট কোহলিকে। শেহবাগ বলেন, 'সবার ফেভারিট এবং আমার আদর্শ শচীন তেন্ডুলকরকে দ্বিতীয় স্থানে রাখব। জানেন ওর সঙ্গে মাঠে প্রবেশ করতে কেমন লাগত? মনে হত আপনি সিংহের সঙ্গে জঙ্গলে যাচ্ছেন। সবার নজর সিংহের দিকে থাকত। আর আমি চুপিসারে রান করে যেতাম। তবে আমি বিরাট কোহলিকে একনম্বরে রাখব। ওর মতো প্লেয়ার হয়তো আর আসবে না। খুব ধারাবাহিক প্লেয়ার। ওকে একটা ট্যাগ দেওয়া হয়েছিল, চেজমাস্টার। শুরুতে এখনকার বিরাট কোহলি ও ছিল না। ও সময়ের সঙ্গে শিখেছে। ২০১১-১২ সালের পর নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছে। ফিটনেস এবং ধারাবাহিকতায়। কয়েকটা অসাধারণ ইনিংস খেলেছে।' কেন প্রিয় শচীনের থেকে বিরাটকে এগিয়ে রাখলেন, তার ব্যাখ্যা করেন বীরু।
