সংবাদ সংস্থা মুম্বই: অনেকটা পথ একসঙ্গে পেরিয়ে এসেছেন শাহরুখ খান এবং করণ জোহর। শাহরুখের হাত ধরেই নিজের প্রথম ছবি পরিচালনা করেছিলেন করণ। বাকিটুকু ইতিহাস। আর পিছনে ঘুরে তাকাতে হয়নি করণকে। ধীরে ধীরে পেশাদার সম্পর্কেও বাইরেও শাহরুখের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় তাঁর। শাহরুখ খান করণের কাছে এখন আর স্রেফ তারকা নন, তাঁর বড় দাদার মতো। একজন অভিভাবকের মতো। সম্প্রতি, এক পডকাস্টে এই বিখ্যাত পরিচালক-প্রযোজক শাহরুখের বিষয়ে বর্তমানে তাঁর কী চিন্তাধারা সেকথা বলার পাশাপাশি দাবি করেন বিশ্ব দরবারে ভারতীয় ছবির প্রতিষ্ঠা পাওয়ার পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ‘বাদশা’র। 

 

করণকে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁর একাধিক ছবি যা দেশে বক্স অফিসের ভালবাসা পায়নি অথচ পশ্চিমের দেশগুলোয় অভাবনীয় সাফল্য পেয়েছে। এর রহস্যটা কী? করণের মতে, এর একমাত্র কারণ শাহরুখ খান। আমার সেসব ছবি পশ্চিমি দুনিয়া থেকে যতটুকু ভালবাসা ও সম্মান পেয়েছে, তা সম্ভব হয়েছিল কেবল ওই ছবিতে শাহরুখ ছিলেন বলেই। 'কুছ কুছ হোতা হ্যায়'-এর পরিচালকের কথায়, " বছরের পর বছর পশ্চিমের দেশগুলোতে শাহরুখের জনপ্রিয়তা যেভাবে বেড়েছে, তা এককথায় অবিশ্বাস্য! ওঁর জনপ্রিয়তা কিন্তু শুধু ইংল্যান্ড, আমেরিকা কিংবা অস্ট্রেলিয়ায় আটকে নেই। ইউরোপের অন্যান্য বড় বড় যে দেশ রয়েছে - ফ্রান্স, জার্মানি সেখানেও এই ছবিটা এক। ওদিকে, মিশরে তো মানুষজন শাহরুখ বলতে অজ্ঞান। তাঁদের কাছে ভারতীয় ছবি মানেই শাহরুখ খান। তাই শাহরুখ এখন আর স্রেফ কোনও তারকা নন, একটা অনুভূতির নাম হয়ে দাঁড়িয়েছে।"

 

প্রসঙ্গত, ২০১৬ সালে শেষবার করণের পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে ছোট্ট একটি চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখকে।