আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার পরে ট্রফি হাতে উদযাপনে মত্ত ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু বিরাট কোহলি নিজেতেই মগ্ন। ভারত অধিনায়ক রোহিত শর্মা ট্রফিটি তুলে দেন যশস্বী জয়সওয়ালের হাতে। সেই সময়ে ক্যামেরায় দেখা যায় কোহলি কার সঙ্গে ফোনে কথা বলছেন।

তাঁর পরনে ভারতের নীল জার্সি ছিল না। কোহলি প্র্যাকটিস জার্সি পরেছিলেন। তবে কার সঙ্গে কোহলি কথা বলছিলেন, তা জানা যায়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে বিরাট কোহলি হাঁটুতে চোট থাকায় নামতে পারেননি।

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে কোহলি সফল হননি। তৃতীয় ওয়ানডেতে রানে ফেরেন বিরাট। ৫৫ বলে ৫২ রান করেন কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রানে ফেরেন ভারতের তারকা ক্রিকেটার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলির দিকে নজর সবার। রোহিত শর্মাও ফর্মে ফিরেছেন। দলের পারফরম্যান্সে সন্তুষ্ট হিটম্যান।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের সঙ্গে। সেই ম্যাচ চলতি মাসের ২০ তারিখ। তিন দিন পরেই রক্তের গতি বাড়িয়ে দেওয়া সেই ম্যাচ। ভারত বনাম পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির সব থেকে বারুদে ঠাসা ম্যাচ। 

 

?ref_src=twsrc%5Etfw">February 12, 2025

চ্যাম্পিয়ন্স ট্রফির বল গড়ানোর আগে ভারতের তারকা ক্রিকেটাররা রানে ফিরেছেন। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে টিম ইন্ডিয়ার সাজঘরে। বাকি পরীক্ষা চ্যাম্পিয়ন্স ট্রফিতে।