শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ : ৩০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: প্রবল হইহট্টগোলের মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় নতুন আয়কর বিল পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। গত ১লা ফেব্রুয়ারি বাজেট বক্তৃতায় এই বিলে পেশের কথা জানিয়েছিলেন নির্মলা সীতারমন। নয়া আয়কর বিল আইনে রূপান্তরিত হলে তা ১৯৬১ সালের আয়কর আইনকে প্রতিস্থাপন করবে। ৬৪ বছরের পুরনো আয়কর আইনকে নয়া আয়কর বিলে এমনভাবে সরলীকৃত করা হয়েছে, যা একজন সাধারণ মানুষও অতি সহজেই বুঝতে পারেন।
নয়া আয়কর বিল পেশের সময় বিরোধী দলের কিছু সাংসদ ওয়াকআউট করেন। অন্যরা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর উদ্দেশে চোখা চোখা প্রশ্ন ছুড়ে দেন। কংগ্রেসের মনীশ তিওয়ারি এবং আরএসপির এনকে প্রেমচন্দ্রন দাবি করেন যে, নতুন আয়কর বিলটি আসলে পুরানোটির চেয়েও জটিল। নির্মলা সীতারমন পাল্টা বলেন যে, বর্তমান আইনে ৮০০টিরও বেশি ধারা ছিল, যেখানে প্রস্তাবিত আইনে মাত্র ৫৩৬টি ধারা রয়েছে।
তৃণমূল সাংসদ সৌগত রায় নতুন আয়কর বিলটিকে "যান্ত্রিক" বলে সমালোচনা করেন। যার জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন বলেন, "... উল্লেখযোগ্য পরিবর্তন আনা হচ্ছে। শব্দের সংখ্যা অর্ধেক কমে গিয়েছে... অনেক ধারা এবং অনুচ্ছেদ কেটে ফেলা হয়েছে। এটি সহজ ইংরেজিতেও তৈরি হয়েছে।" বেশ কিছু সংসদ প্রস্তাবিত নতুন আইনটি পেশ করার জন্য ধ্বনিভোটের দাবি তোলেন।
এরপরই কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রস্তাবিত আয়কর বিলটি যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠান। এই কমিটির সদস্যরা নতুন কর প্রস্তাবগুলি যাচাই করবে এবং প্রয়োজনে পরিবর্তন আনবে। তারপর এই বিল পুনরায় সংসদে পেশ করা হবে।
যৌথ সংসদীয় কমিটি বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধের প্রথম দিন, ১০ মার্চ এই বিল নিয়ে রিপোর্ট পেশ করবে বলে আশা করা হচ্ছে। এই কমিটি লোকসভার স্পিকার ওম বিড়লা তৈরি করে দেবেন।
নয়া আয়কর বিল পেশ করার কিছুক্ষণ পরেই, নির্মলা সীতারামনের কার্যালয় একটি টুইট করে, সেখানে লেখা রয়েছে, "নতুন আয়কর বিল (২০২৫) সংসদে পেশ করা হয়েছে। বিলটির লক্ষ্য বর্তমান আইনের ভাষা সহজ করা, যা এখন পর্যন্ত সংশোধিত হয়েছে। বিলটির (একটি অনুলিপি) আমাদের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।"
নতুন আয়কর বিলের বৈশিষ্ট্য:
-নতুন আয়কর বিলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি আয়কর সম্পর্কিত বিধানগুলির ব্যাখ্যা সহজ করেছে, যাতে আইনি বিরোধ এবং মামলার ক্রমবর্ধমান সংখ্যা হ্রাস করা যায়। নতুন আয়কর বিলটি মাত্র ৬২২ পৃষ্ঠায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যেখানে বর্তমান আয়কর আইনে ৮৮০ পৃষ্ঠা রয়েছে। কেন্দ্র সরকারের লক্ষ্য হল কর ব্যবস্থা সরলীকরণ এবং ডিজিটালাইজেশন করা, যাতে সাধারণ মানুষের কাছে দেশের কর ব্যবস্থা সহজবোধ্য হয়।
নয়া আয়কর বিলে নতুন কী আছে?
-নয়া আয়কর বিলে মূল্যায়ন বছরের পরিবর্তে "কর বছর" বা TAX Year ব্যবহার করা হয়েছে।
- নতুন আয়কর বিলে, এনপিএস এবং ইপিএফ-এর উপর কর ছাড়ের সীমা বাড়ানো হয়েছে। অবসর তহবিল এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের উপর আপনি কর ছাড়ের সুবিধা পাবেন। বিমা প্রকল্পগুলিতে আরও কর সুবিধা পাওয়া যাবে।
- যদি কেউ কর বাঁচানোর জন্য ভুল তথ্য দেয়, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে এবং তাঁদের বিরুদ্ধে মামলাও করা হতে পারে। যদি আয় গোপন করা হয়, তাহলে সম্পত্তি বাজেয়াপ্ত পর্যন্ত হতে পারে।
- যারা কর প্রদান করেন না, তাদের উপর জরিমানা বা চড়া সুদ আরোপ করা হতে পারে।
- রাজনৈতিক দল এবং নির্বাচনী ট্রাস্টের আয় করমুক্ত করা হয়েছে। কিছু শর্তে কৃষি আয় করমুক্ত রাখা হয়েছে ৷
- ধর্মীয় ট্রাস্ট এবং সমাজকল্যাণ প্রতিষ্ঠানে দান করা অর্থের উপর কর ছাড় দেওয়া হবে।
- এর সঙ্গে, স্টার্টআপ, এসএমই এবং বিশেষ ব্যবসাগুলিকেও কর ছাড় দেওয়া হয়েছে।
- ভাড়া বাবদ আয়ের উপর টিডিএসের সীমা বার্ষিক ২.৪ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৬ লক্ষ টাকা করা হয়েছে।
- যে কোনও সম্পত্তি বা সম্পদ থেকে অর্জিত মুনাফার উপর মূলধন লাভ করের জন্য নতুন নিয়ম তৈরি করা হয়েছে।
নানান খবর

নানান খবর

'জেনেশুনে আশ্রয় দান...', পাকিস্তানি মহিলাকে গোপনে বিয়ে করায় বরখাস্ত সিআরপিএফ কনস্টেবল মুনির আহমেদ

পাকিস্তানের বিরুদ্ধে আরও এক কড়া পদক্ষেপ ভারতের, বন্ধ হল স্থল-আকাশপথে সব ডাক ও পার্সেল আদানপ্রদান

সাবধান! মে-র শুরুতে প্রবল দুর্যোগ, তছনছ করবে ঝড়-শিলাবৃষ্টি, মুহুর্মুহু বজ্রপাত, আবহাওয়ার বিরাট অ্যালার্ট

ভারতীয় সীমানায় ঢুকে শ্রীলঙ্কার জলদস্যুদের হামলা- লুটপাট, জখম ১৭ জন তামিল মৎসজীবী

দিল্লি হাই কোর্টে রামদেবের বিরুদ্ধে নির্দেশ, ‘শরবত জিহাদ’ মন্তব্যে আদালতের ক্ষোভ

প্রথমে বিরোধীতা,সম্মানহানি, পরে জনগণের চাপে মান্যতা! বার বার অবস্থান বদলই বিজেপির প্যাটার্ন, বলছে কংগ্রেস

ভারতে প্রতি বছর ১ লক্ষেরও বেশি লোক আক্রান্ত হচ্ছেন কোলন ক্যান্সারে, এই রোগের প্রাথমিক লক্ষণ কী?

ভারতের একমাত্র এই ট্রেনেই মেলে তিন-বেলা বিনামূল্যে পেটভরা খাবার! জানেন কোন ট্রেন?

লাভ-জিহাদে অভিযুক্তদের নির্বীজকরণ করা হোক, বিতর্ক উস্কে দাবি মধ্যপ্রদেশের বিজেপি সাংসদের

রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন

ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!

কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী

‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার

যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা