সংবাদ সংস্থা মুম্বই: চলতি সপ্তাহেই মুক্তি পাবে ভিকি কৌশল-রশ্মিকা মন্দানা অভিনীত ছবি ‘ছাবা’। ছবিতে জেশুবাঈ ভোঁসলে এবং ছত্রপতি শম্ভাজি মহারাজ-এর চরিত্রে ধরা দিয়েছেন রশ্মিকা এবং ভিকি। ‘ছাবা’তে মুঘলসম্রাট ঔরঙ্গজেব-এর ভূমিকায় রয়েছেন অক্ষয় খান্না। তবে জানেন কি লক্ষণ উটকরের পরিচালনায় এই ছবির মাধ্যমে বলিউডে প্রত্যাবর্তন করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মারাঠি অভিনেত্রী নীলকান্তি পটেকর। ছবিতে তাঁর অভিনীত চরিত্রটি ধারায়ু। অভিনেত্রীর আরও একটি পরিচয় রয়েছে। তিনি বর্ষীয়ান বলি-অভিনেতা নানা পটেকরের প্রাক্তন স্ত্রী। উল্লেখ্য, আত্মবিশ্বাস ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন নীলকান্তি।
‘ছাবা’ প্রসঙ্গে ভিকি জানিয়েছেন, এই ছবির জন্য সাত মাস ধরে প্রস্তুতি সেরেছিলেন। বহুদিন এমনও হয়েছে পরিচালক লক্ষ্মণ উটেকরের সঙ্গে ৪-৫ ঘন্টাধরে তিনি ছত্রপতি শম্ভাজি মহারাজকে নিয়ে আলোচনা করে গিয়েছেন। পড়াশোনা করেছেন সময় পেলেই। বুঝতেন চেষ্টা করেছেন 'ছাবা'কে। মনে গাঁথতে চেয়েছেন সেই সময়কালটাকে। এই চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য ২৫ কেজি ওজন বাড়িয়েছেন, সুডৌল করেছেন প্রতিটি মাংসপেশি। এই ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে ভিকি আরও বলেছিলেন, বললেন “ছত্রপতি শম্ভাজি মহারাজকে ধরতে পাক্কা ৯ বছর লেগেছিল ঔরঙ্গজেবের। ছবিতে বহু দৃশ্য আছে, যেখানে দেখা যাবে শম্ভাজি মহারাজকে গরু খোঁজা খুঁজছে মোগলরা। অস্থির হয়ে উঠেছেন ঔরঙ্গজেব-ও। মূলত, তাঁদের প্রতিদ্বন্দ্বী-ই এই ছবির মূল উপজীব্য। ছবিতে শম্ভাজির বিক্রম, গর্জনের সঙ্গে অদ্ভুতভাবে টক্কর দিয়েছে ঔরঙ্গজেবের ধূর্ততা এবং ক্রুরতা।”
