সংবাদ সংস্থা মুম্বই: ২০১৬ সালের ফেব্রুয়ারি। বড়পর্দায় মুক্তি পেয়েছিল 'সনম তেরি কসম'। ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন সলমন খানের ‘লাকি’ ছবির পরিচালক রাধিকা রাও এবং বিনয় সাপরু। দীপক মুকুটের প্রযোজনায় বলিউডের এই অ্যাকশন-রোম্যান্টিক ছবিতে তেলুগু ফিল্মস্টার হর্ষবর্ধন রানের সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছিল পাক মডেল-অভিনেত্রী মওরা হোকেনকে। ২৩ বছর বয়সী এই পাকিস্তানি যুবতী ছিলেন ওয়াঘার ওপারের দেশের ফ্যাশন ডিজাইনের ছাত্রী। মডেলিং, ভিডিও জকি হিসেবেও কাজ করেছেন তিনি। সেখান থেকে সোজা সোজা বলিউড।মওরা এবং হর্ষবর্ধন দুজনেই নিজেদের বলি-ডেবিউ করেছিলেন ‘সনম তেরি কসম’ দিয়ে। বলিউডের তৎকালীন এই নতুন জুটি বক্স অফিসে কামাল করতে পারেনি। বরং সশব্দে মুখ থুবড়েই পড়েছিল। কিন্তু যত দিন গিয়েছে, এই ছবি ধীরে ধীরে মন জয় করে নিয়েছে দর্শকের। হর্ষবর্ধন- মওরার জুটিও দর্শকমনে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে অদ্ভুতভাবে।
সম্প্রতি, এই ছবি ফের একবার মুক্তি পেয়েছে বড়পর্দায়। আর মুক্তি পাওয়ামাত্রই ম্যাজিক! মাত্র দু'দিনে এই ছবি প্রথমবারে যত টাকা যায় করেছিল, তা ছাপিয়ে গিয়েছে এইবারে। চমকের শেষ কয়েকজন তরুণ। ছবির ক্ল্যাম্যাক্স দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন তাঁরা। এবং এতটাই যে তাঁদের মধ্যে এক ব্যক্তি চোখের জল আটকে রাখতে পারেননি। কেঁদে ফেলেন। সেই মুহূর্তের ভিডিও এখন ভাইরাল সমাজমাধ্যমে। নেটনাগরিকেরা সেই কাঁদতে থাকা দর্শকের উদ্দেশ্যে সমর্থন জানিয়ে এই ছবির প্রতি নিজেদের আবেগের কথাও প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ‘সনম তেরি কসম’-এর দ্বিতীয় ইনিংসের সাফল্যে হর্ষবর্ধনকে শুভেচ্ছা জানিয়েছেন জন আব্রাহাম-ও। ইনস্টাগ্রাম স্টোরিতে এই ছবির পোস্টারের ছবির সঙ্গে জন লেখেন, "শেষমেশ তোমার পাওনাটা তুমি পেলে হর্ষবর্ধন।"
