সংবাদ সংস্থা মুম্বই: সম্প্রতি, সময় রায়নার অ্যাডাল্ট কমেডি শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ অতিথি হয়ে এসেছিলেন জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। শো চলাকালীন তিনি বাবা-মায়েদের যৌনতা নিয়ে বেফাঁস মন্তব্য করেন! শুধু তাই নয়, রণবীরের মুখে সেই কথা শুনে হেসে গড়িয়ে পড়েন সময় রায়না সহ শো-এর অন্যান্য বিচারকেরা। এবার রণবীর ও সময়-সহ এই শো-এর অন্যান্য বিচারকদের নামে পুলিশি অভিযোগ অভিযোগ দায়ের করা হল। নালিশ দায়ের করা হয়েছে মহারাষ্ট্র মহিলা কমিশনেও। 

 

 

সম্প্রতি, সমাজমাধ্যমে ওই শো-এর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রণবীর এলাহাবাদিয়া ওই শো-এর এক প্রতিযোগীর উদ্দেশ্যে প্রশ্ন রাখছেন “আপনাকে যদি যে কোনও একটি  বাছাই করতে বলা হয়, তাহলে আপনি কি আপনার বাবা মাকে আজীবন সহবাস করতে দেখবেন না কি আপনিও তাতে একবার যোগ দিয়ে তা চিরতরে বন্ধ করবেন?” রণবীরের মুখে এই কথা শুনে হতবাক হয়ে যান শো-এর বাকিরা! বলা ভাল, রীতিমতো চমকে ওঠেন। পরিস্থিতি সামাল দিতে সময় রায়না তাড়াতাড়ি বলে ওঠেন, “এগুলো কিন্তু সব ওর পডকাস্টের বাতিল হওয়া প্রশ্ন।” বাকিদের অবশ্য বলতে শোনা যায়, “কী দারুণ প্রশ্ন!”  সময় রায়নার শো-এর সেই পর্বে রণবীর এলাহাবাদিয়া ছাড়াও ছিলেন আশিস চঞ্চলানি, যশপ্রীত সিং-রা।

 

 

রণবীরের নামে সমাজমাধ্যমে নিন্দার ঝড় উঠতেই মুখ খুলেছেন তিনি। নিজের ভিডিও পোস্ট করেছেন তিনি। সেই ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়,  " আমার করা সেই মন্তব্য করাটা একেবারেই ঠিক হয়নি। এতটুকুও মজাদার ছিল না আমার বলা কথা। আসলে, রসিকতাটা ঠিক আমার আসে না। আমি, সত্যিই ক্ষমাপ্রার্থী। অনেকেই মন্তব্য করেছেন, এইভাবেই কি সমাজমাধ্যমে নিজের প্ল্যাটফর্মটা ব্যবহার করব আমি? আমার জবাব হল, না! যা হয়েছে, ভুল হয়েছে। ভুল করেছি আমি। এবং কেন করেছি, কীসের জন্য হল সেই ভুল সেই বিষয়ে আমি কোনও ব্যাখ্যা দিতে চাই না। শুধু এটুকু বলব, আমি ক্ষমা চাইতে এসেছি। যা করেছি তা ঠিক হয়নি একেবারেই। "

 


সম্প্রতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত থেকে সেরা ইউটিউবার-এর পুরস্কার পেয়েছেন রণবীর। তাঁর পডকাস্টে তারকা থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীরা হাজির হন। রণবীরের কথায়, " পরিবারকে অশ্রদ্ধা করব, তা আমার কল্পনাতীত। এই গোটা ঘটনা থেকে আমি আরও সচেতন হব। শিক্ষা নিলাম।"