আজকাল ওয়েবডেস্ক: পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখে শীঘ্রই দিল্লি বিশ্ববিদ্যালয় শুরু করতে চলেছে ইন্টার্নশিপ এবং ক্যাম্পাসিং। এতে পড়ুয়ারা লাভবান হবে বলে আশাবাদী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই সুযোগ শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের রেগুলার কোর্সের পড়ুয়াদের জন্য। এখানে ওপেন স্কুল (SOL) অথবা নন কলেজিয়াট ইউমেন্স এডুকেশন বোর্ডের পড়ুয়ারা আবেদন করার সুযোগ পাবে না বলেই খবর। আবেদন জমার শেষ দিন  ৮ তারিখ অর্থাৎ আজ। 

চলতি মাসের ১০ থেকে ২১ তারিখে দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের ইন্টার্নশিপ এবং ক্যাম্পাসিংয়ের প্রক্রিয়া শুরু হবে। গোটা প্রক্রিয়া পরিচালনা করবে সেন্ট্রাল প্লেসমেন্ট সেল এবং স্টুডেন্ট ওয়েলফেয়ারের ডিন। নিয়োগের জন্য বিভিন্ন সংস্থাকে নিয়ে আসাই প্রধান উদ্দেশ্য বলে জানানো হয়েছে ইউনিভার্সিটির তরফে। আরও জানানো হয়েছে, আবেদন জমা করতে কোনও ফি দিতে হবে না পড়ুয়াদের। 

স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডির পড়ুয়ারা আবেদন করতে পারবেন। যারা রেগুলার কোর্সের পড়ুয়া নন অর্থাৎ ওপেন স্কুলের পড়ুয়ারা আবেদন করতে পারবে না। আবেদন করতে হবে অনলাইনে। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র জমা করতে হবে।