সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


গভীর রাতে প্রেমিকের সঙ্গে কী করলেন কৃতি?


কিছুদিন আগে প্রেমিকের সঙ্গে গ্রিসে ছুটি কাটাতে গিয়ে নেটিজেনদের চোখে ধরা পড়েছিলেন কৃতি শ্যানন। কবির বাহিয়ার সঙ্গে বহুদিন ধরেই প্রেম চর্চা চলছে অভিনেত্রীর। সম্প্রতি, মুম্বইয়ের একটি রেস্তোরাঁর বাইরে গভীর রাতে দেখা গিয়েছে এই জুটিকে। নৈশভোজে তাঁদের সঙ্গী ছিলেন কৃতির বোন নুপুর শ্যাননও। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়তেই তড়িঘড়ি সেই জায়গা থেকে সরে গিয়েছেন কবির-কৃতি। 


রাঘবের হাত ধরে বিয়ের মণ্ডপে পরিণীতি 


বিয়ের পিঁড়িতে প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থ চোপড়া। নীলম উপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়ার ভাই। ভাইয়ের বিয়ের তোড়জোড় জোরকদমে শুরু করেছেন প্রিয়াঙ্কা। সিদ্ধার্থ চোপড়ার প্রাক-বিবাহ অনুষ্ঠানে স্বামী নিকের সঙ্গে দেখা গিয়েছিল 'দেশি গার্ল'কে। কিন্তু ওই অনুষ্ঠানে দেখা মেলেনি আরেক বোন পরিণীতির। তারপর থেকেই ফিসফিসানি তুঙ্গে। তবে কি প্রিয়াঙ্কার অনুপস্থিতির প্রতিশোধ নিতেই সিদ্ধার্থের বিয়েতে হাজির হবেন না পরিণীতি? এই গুঞ্জনের মাঝেই স্বামী রাঘব চাড্ডার হাত ধরে সিদ্ধার্থের বিয়েতে এলেন পরিণীতি। হাসিমুখে ধরা দিলেন পাপারাজ্জিদের ক্যামেরায়।

 

জুটিতে প্রভাস-অনুপম!


হানু রাঘবপুদীর পরিচালনায় আসছে অ্যাকশনে ভরপুর ছবি 'ফৌজি'। মুখ্য ভূমিকায় থাকছেন দক্ষিণী অভিনেতা প্রভাস। জানা যাচ্ছে, ছবিতে দেখা যেতে পারে এক বলি তারকাকে। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, অনুপম খেরকে এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত ঘোষণা হয়নি নির্মাতাদের পক্ষ থেকে।