আজকাল ওয়েবডেস্ক: মেয়াদোত্তীর্ণ পর্যটন ভিসায় জড়িত থাকার অপরাধে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শেষপর্যন্ত ওই কানাডিয়ান ধর্মপ্রচারককে নিজের দেশে ফেরত পাঠানো হয়েছে। সূত্রে খবর, ওঁর নাম ব্র্যান্ডন জোয়েল ডিওয়াল্ট।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ওই ব্যক্তির পর্যটন ভিসার মেয়াদ গত সাত জানুয়ারি শেষ হয়ে গিয়েছে। অথচ তিনি তারপরও কানাডায় থাকতেন। শুধু তাই নয়, তিনি অসমের জোরহাটে ধর্মান্তরিত করার কাজ চালিয়ে যাচ্ছিলেন। পুলিশ তদন্তের সময় জানিয়েছে, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও নিয়ম লঙ্ঘন করে বিভিন্ন ধর্মীয় পরিবেশে ভাষণ দিচ্ছিলেন ওই ব্যক্তি। খ্রিস্টীয় ধর্মের পক্ষে কাজ করছিলেন। এমনকী মিশন ক্যাম্পাসে গ্রেগ চার্চ এর কাজকর্ম দেখভাল করছিলেন।
পুলিশের কাছে খবর গেলে তাঁরা বিদেশি আঞ্চলিক নিবন্ধন অফিস বা ইআরপিওতে রিপোর্ট করেন। এরপর সেখান থেকে তাঁকে বহিষ্কারের নোটিশ জারি করা হয়।
এরপর জোরহাটের একজন অফিসার মিঃ দেওয়াল্টকে কলকাতা বিমানবন্দরে নিয়ে যান, সেখান থেকে কর্তৃপক্ষ তাঁকে কানাডায় ফেরত পাঠানোর জন্য দিল্লির উদ্দেশ্যে রওনা করিয়ে দেন।
