আজকাল ওয়েবডেস্ক: কথায় বলে, অর্থই হল ইচ্ছা পূরণের চাবিকাঠি। ধনী হওয়ার স্বপ্ন দেখেন কম-বেশি সকলেই। কিন্তু কতজনেরই বা সেই স্বপ্নপূরণ হয়! আবার মোটা মাইনের চাকরি করেও অনেকের জলের মতো বেরিয়ে যায় টাকা। মাসের শেষে ভাঁড়ে মা ভবানী দশা! আপনিও কি মোটা টাকা হাতে পেয়েও খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন? জ্যোতিষ মতে, রোজের কিছু অভ্যাস আমাদের অর্থ সঞ্চয়ের পথে বাধা সৃষ্টি করে। আর সেই সব অভ্যাস বর্জন করলেই মাসের শেষেও পকেট থাকতে পারে ভারী। রইল তারই হদিশ। 

রোজ সকালে নিয়মিত বিছানা পরিষ্কার করুন। শাস্ত্র বলছে, সকালে ঘুম থেকে ওঠার পর বিছানা নোংরা রাখা উচিত নয়। পরিষ্কার বিছানা সৌভাগ্যকে ও বাসি বিছানা দুর্ভাগ্যকে আকর্ষণ করে বলে মত শাস্ত্র বিশেষজ্ঞদের। 

খাওয়ার পর  খুব তাড়াতাড়ি প্লেট পরিষ্কার করে নিন। অনেকেই খাওয়ার পর প্লেট না ধুয়ে রেখে দেন। শাস্ত্র মতে, এঁটো প্লেট ফেলে রাখলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন। তাই অর্থ সঞ্চয় করতে চাইলে খাবার প্লেট দ্রুত পরিষ্কার করতে হবে। 

বাথরুম নোংরা রাখা চলবে না। স্নান করার পর সঙ্গে সঙ্গে বাথরুম পরিষ্কার করলে তা অর্থভাগ্যে প্রভাব ফেলে, এমনই মত শাস্ত্র বিশেষজ্ঞদের। 

সন্ধের পর ঘর পরিষ্কার করা উচিত নয়। শাস্ত্র অনুযায়ী, সন্ধের পর ঘর মুছলে সৌভাগ্যকেও ধুয়ে মুছে ফেলা বোঝায়। তাই যতটা সম্ভব সূর্যাস্তের আগে ঘর পরিষ্কার করতে হবে।

জ্যোতিষ মতে, যদি কারও জন্মের সময় রাশিফলে শনি খুবই খারাপ অবস্থায় থাকে, তবে তাঁর ভাগ্যে অশেষ দুঃখ ও সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। সেক্ষেত্রে ঘরে রাখতে হবে মধু । এতে শনিদেব প্রসন্ন হন। ফলে ঘুরে যায় ভাগ্যের চাকাও।