সংবাদসংস্থা মুম্বই: বলিউডের 'অন্যতম চর্চিত প্রেম' বললে প্রথমেই উঠে আসে অমিতাভ-রেখার প্রেম৷ যদিও, রেখা এ নিয়ে কথা বললেও অমিতাভ কোনওদিনই জনসমক্ষে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি৷

 


শুটিং ফ্লোরে একসঙ্গে কাজ করতে গিয়েই অমিতাভের প্রেমে পড়েন রেখা। সেই সময় জয়া বচ্চনের সঙ্গে 'বিগ বি'র বিয়ে হয়ে গেলেও রেখা মন দিয়ে ফেলেছিলেন তাঁকে। অমিতাভ-রেখা-জয়ার সম্পর্কের সমীকরণ আজও চর্চায়। তাঁদের সম্পর্কের মতো ত্রয়ীর অভিনীত ছবি 'সিলসিলা'ও দর্শকের মনে গেঁথে রয়েছে। পুরনো প্রেম, পুরনো নস্টালজিয়াকে উস্কে দিয়ে ফের বড়পর্দায় মুক্তি পাচ্ছে 'সিলসিলা'। ৭ ফেব্রুয়ারি পর্দায় রঙ ছড়াবেন অমিতাভ-রেখা-জয়া। 

 


প্রসঙ্গত, রেখা ও অমিতাভের এই সম্পর্কের খবর খুব স্বাভাবিক ভাবেই জয়ার কানে পৌঁছে গিয়েছিল। শোনা যায় একবার, অমিতাভ বচ্চন বাড়িতে না থাকা অবস্থায়, রেখাকে নিজেদের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন জয়া৷ রেখা ভেবেছিলেন, জয়া বোধহয় তাঁকে অপমান করবেন৷ বরং জয়া রেখার সঙ্গে খুব ভাল ব্যবহার করেছিলেন৷ খুব যত্ন করে খাইয়ে সারা বাড়ি ঘুরে দেখিয়েছিলেন রেখাকে। শোনা যায়, জয়া নাকি সেদিন রেখা বলেছিলেন, 'আমি কখনও অমিতকে ছেড়ে যাব না।' জয়ার এই বক্তব্য স্পষ্ট করে দিয়েছিল যে রেখা কখনওই অমিতাভের সঙ্গে ঘর বাঁধতে পারবেন না।