আজকাল ওয়েবডেস্ক: পরবর্তী প্রজন্ম বড় হয়ে, একে একে  নিজেদের জীবনে ব্যস্ত হয়ে পড়ছেন। একা হয়ে যাচ্ছেন পূর্ব-প্রজন্মের সদস্যরা। কেউ ভুগছেন একাকীত্বে। কেউ অর্থাভাবে। সাম্প্রতিক সমীক্ষা বলছে, জাপানের বয়স্ক মানুষদের মধ্যে একাকীত্ব, অবসাদ গিয়েছে চরম পর্যায়ে। অনেকেই অদ্ভুত পথ বেছে নিচ্ছেন এই পরিস্থিতিতে।

এই আলোচনা আরও তীব্র হয়, বয়স্ক মহিলার ঘটনা সামনে আসার পর। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, জাপানের আকিও নামের ওই মহিল, বয়স ৮১, পরপর অপরাধমূলক কাজ করছেন। এতটা পর্যন্ত ঠিক ছিল। কিন্তু চমকে ওঠা তথ্য তার পরেই। ওই বৃদ্ধা পরপর এই অপরাধমূলক কাজ করছেন, কারণ, তাতে জেলে অন্তত বিনামূল্যে বাকি জীবন কাটাতে পারবেন।

স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ৬০ বছর বয়স থেকেই পেনশনের ভরসায় বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছিল তাঁর জন্য। খাবার চুরি করে জেলে গিয়েছিলেন। তারপর থেকে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে থাকেন। 

আকিওকে টোকিওর উত্তরে অবস্থিত জাপানের বৃহত্তম মহিলা কারাগার, তোচিগি মহিলা কারাগারে রাখা হয়েছিল। এটিতে প্রায় ৫০০ বন্দী রয়েছেন, এবং তাঁদের বেশিরভাগই বয়স্ক। আকিও তার আগে ছেলের সঙ্গেই থাকছেন। কিন্তু সেই ছেলে, বারবার মা’কে বাড়ি থেকে চলে যেতে বলতেন। দিনের পর দিন ছেলের সঙ্গে থাকার জন্য লড়াই করার মানসিক শক্তি তাঁর ছিল না।

 পরিস্থিতির চাপে পড়ে একবার জেলে যাওয়ার পর, তাঁর মনে হয়েছিল, জেলের মানুষেরা সকলে খারাপ নয়। এই বয়সে নতুনভাবে জীবন যাপন সম্ভব নয়। আর সেই কারণে তিনি বেছে নিয়েছেন একের পর এক অপরাধমূলক কাজ।