গত ২৪ ঘণ্টায় একটানা বৃষ্টি ও ভারী তুষারপাতের কারণে হিমাচল প্রদেশে থমকে স্বাভাবিক জনজীবন। জেলায় জেলায় বিদ্যুৎ ও জল পরিষেবা ব্যাহত। বন্ধ কয়েকশ রাস্তা।
2
8
হিমাচল প্রদেশের প্রশাসন সূত্রে জানা গেছে, মোট ৬৮৩টি রাস্তা তুষারপাতের কারণে বন্ধ রয়েছে। এর মধ্যে দু'টি জাতীয় সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে।
3
8
সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে মান্ডি, চাম্বা, কুলু, সিরমুর, স্পিতিতে বহু রাস্তা বন্ধ রয়েছে। যার জেরে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা আটকে রয়েছেন পর্যটকরাও।
4
8
সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে মান্ডি, চাম্বা, কুলু, সিরমুর, স্পিতিতে বহু রাস্তা বন্ধ রয়েছে। যার জেরে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা আটকে রয়েছেন পর্যটকরাও।
5
8
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কোথি থেকে মানালি পর্যন্ত তুষারপাতের কারণে বন্ধ রয়েছে যান চলাচল। আট কিলোমিটার লম্বা যানজটে আটকে রয়েছে শতাধিক গাড়ি।
6
8
জানা গেছে, মানালির সমস্ত হোটেল পর্যটকদের ভিড়ে ঠাসা। ১০০ শতাংশ পূরণ রয়েছে মানালির হোটেল। যে কারণে কুলুতে হোটেলে ঠাঁই নেওয়ার চেষ্টা করছেন পর্যটকরা।
7
8
শুক্রবার সন্ধ্যা থেকে যানজট শুরু হয়েছে। ২৪ ঘণ্টা পরেও সেই যানজটের সমস্যা কাটেনি। তুষারপাতের জেরে হাড়কাঁপানো ঠান্ডার সারারাত গাড়িতেই কাটান হাজার হাজার পর্যটক।
8
8
ভারতের মৌসম ভবন জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে ২৬ থেকে ২৮ জানুয়ারির মধ্যে হিমাচল প্রদেশ জুড়ে বৃষ্টি ও ভারী তুষারপাতের পূর্বাভাস রয়েছে।