পায়ে চোট আর ছ'সাতটা সেলাই নিয়ে কলকাতায় শুটিং করেছিলেন রণবীর সিং! হাওড়া ব্রিজে কী হয়েছিল তাঁর সঙ্গে?
নিজস্ব সংবাদদাতা
২৫ জানুয়ারি ২০২৬ ১০ : ০৬
শেয়ার করুন
1
6
রণবীর সিং মানেই এক অফুরন্ত প্রাণশক্তির নাম। পর্দায় হোক বা পর্দার বাইরে, তাঁর অদম্য জেদ আর কাজের প্রতি একাগ্রতা বরাবরই দর্শককে তাক লাগিয়ে দেয়। সম্প্রতি এক পুরনো স্মৃতি রোমন্থন করতে গিয়ে উঠে এল অভিনেতার এমনই এক অবিশ্বাস্য কাহিনি, যা শুনে রীতিমতো অবাক তাঁর অনুরাগীরা। জানা গিয়েছে, কলকাতায় জনপ্রিয় ছবি 'গুন্ডে'র শুটিং চলাকালীন পায়ে ছয় থেকে সাতটা সেলাই নিয়ে হাওড়া ব্রিজের ওপর নাচ করেছিলেন রণবীর।
2
6
ঘটনাটি কয়েক বছর আগের হলেও বর্তমানে তা নতুন করে আলোচনায় এসেছে। ছবির একটি গানে নাচের দৃশ্যের শুটিং ছিল হাওড়া ব্রিজের ওপর। শুটিং শুরু হওয়ার ঠিক আগেই রণবীর পায়ে মারাত্মক আঘাত পান। আঘাত এতটাই গভীর ছিল যে তড়িঘড়ি ডাক্তার ডাকতে হয় এবং তাঁর পায়ে ছয় থেকে সাতটা সেলাই পড়ে। এমন পরিস্থিতিতে যে কোনও সাধারণ মানুষের পক্ষেই হাঁটাচলা করা কষ্টসাধ্য ছিল, কিন্তু রণবীর তো দমে যাওয়ার পাত্র নন।
3
6
জানা যায়, সেলাই পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই রণবীর সেটে ফিরে আসেন। পরিচালকের চিন্তা ছিল অভিনেতার শরীর নিয়ে, কিন্তু রণবীর উল্টে সবাইকে আশ্বস্ত করেন।
4
6
যখন ওই গানের দৃশ্য শুরু হয়, তখন রণবীরকে দেখে বোঝার উপায় ছিল না যে তিনি যন্ত্রণায় ছটফট করছেন। নাচের প্রতিটা মুভমেন্ট ছিল একদম নিখুঁত। তাঁর উদ্দীপনা দেখে সেটে উপস্থিত সহকর্মী এবং কলাকুশলীরাও চমকে গিয়েছিলেন।
5
6
এই বিষয়ে কথা বলতে গিয়ে এক সাক্ষাৎকারে কোরিওগ্রাফার বস্কো মার্টিস জানান, রণবীর সিং-এর সঙ্গে কাজ করা মানেই চোট পাওয়াটা যেন এখন শুটিংয়ের একটা অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। বস্কো জানান, একসঙ্গে কাজ করার সময় রণবীরের হাত-পা কাটা বা শরীরে কালশিটে পড়া একদম সাধারণ ব্যাপার; কিন্তু এসব ছোটখাটো আঘাত অভিনেতাকে বিন্দুমাত্র দমাতে পারে না।
6
6
একটি বিশেষ ঘটনার কথা উল্লেখ করে বস্কো বলেন, “কখনও ওর হাত কেটে যায়, আবার কখনও মুখে আঘাতের দাগ পড়ে। সত্যি বলতে, আমরা যখনই একসঙ্গে শুটিং করি, ও কোনও না কোনওভাবে চোট পাবেই।”