আজকাল ওয়েবডেস্ক: দিন কয়েক আগেই মার্কিন রণতরী ইরানের অভিমুখে এগিয়েছে। মধ্যপ্রাচ্য়ে যুদ্ধের সম্ভাবনা বেড়েছে। ওয়াশিংটনের নজরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। পাল্টা হুঙ্কার দিচ্ছে তেহরানও। এই পরিস্থিতিতে খামেনেইয়ের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে, তিনি বাঙ্কারের লুকিয়ে রয়েছে বলে যে খবর ছড়িয়ে তা 'ভুয়ো' বলে দাবি করেছেন ভারতে নিযুক্ত ইরানের কনসুল জেনারেল সাইদ রেজা মোসায়েব মোটলাঘ। তাঁর স্পষ্ট কথা, দেশের সর্বোচ্চ নেতা মোটেই ভয় পাননি, বাঙ্কারেও লুকিয়ে নেই।
ইরানের কনসুল জেনারেল সাইদ রেজা মোসায়েব মোটলাঘের দাবি, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলি ইরানের শাসক বিরোধী বিক্ষোভকে উস্কে দিয়েছে। তাঁর তির স্পষ্টতই ট্রাম্পের আমেরিকার দিকে। যদিও তিনি জানিয়েছেন, অচলাবস্থার, নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও- ইরান ও ভারত উভয়ই তাদের সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা চালাচ্ছে।
ইরানি কূটনীতিক সাইদ রেজা মোসায়েব মোটলাঘের বলেছেন "ইরান অভ্যন্তরীণ সঙ্কটের মুখোমুখি, এটা বড় করে তুলে ধরার চেষ্টা চলছে। জানুয়ারি মাসের ৪ তারিখ পর্যন্ত নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের প্রতি নমনীয়তা এবং আত্ম-নিয়ন্ত্রণ দেখিয়েছে। এরপর থেকে যখন জঙ্গিরা ইরানের বাইরে থাকা তাদের প্রভু ও মনিবদের কাছ থেকে নির্দেশ পেয়ে তাণ্ডব চালাতে শুরু করে। এটা ছিল ষড়যন্ত্র। বড় ও ছোট শহর-সহ বিভিন্ন জায়গায় নাশকতা চালানো হয়। যাতে আমাদের নাগরিরা ভীত ছিল। তাঁদের সম্পত্তির ক্ষতির পাশাপাশি সরকারি সম্পত্তিরও ক্ষতি হয়। দুর্ভাগ্যবশত, মোট ৩,১১৭ জন নিরাপত্তা বাহিনী, ৮৬৭ জন নাগরিক নিহত হন। সেই সঙ্গে খতম হয় ৬৯০ জন জঙ্গিও।"
মোটলাঘ বলেন যে, বিদেশি নাগরিকরা বিক্ষোভে তেমনভাবে জড়িত ছিলেন না। ইরান সরকারের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে "বিদেশি গোয়েন্দা সংস্থা প্রশিক্ষিত করেছে। বেশ কয়েকটি বিদেশি শক্তি বিশ্বজুড়ে ইরানকে হেয় করার কাজ চালাচ্ছে।"
এয়ারক্রাফ্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানো-সহ এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিষয়ে এক প্রশ্নের জবাবে, ইরানি কূটনীতিক ঘোষণা করেন যে ইরান মার্কিন হামলা মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। সাইদ রেজা মোসায়েব মোটলাঘের বলেছেন, "আমাদের দেশ যেকোনও ধরনের আগ্রাসনকে প্রতিহত করার ক্ষমতা রাখে। গত বছর ১২ দিনের যুদ্ধে (গত বছরের জুনে ইজরায়েলের সঙ্গে) যে অভিযান চালানো হয়েছিল বা এই সন্ত্রাসবাদী অভিযানের বিরুদ্ধে যে প্রতিরোধ দেখানো হয়েছিল তা ফের হতে পারে।"
তিনি জোর দিয়ে বলেন, "দুই দিনের মধ্যে পুলিশ এবং জনসাধারণের সহায়তায় এই অস্থিরতা নিয়ন্ত্রণে আনা হয়েছে। একইভাবে, যদি কোনও বাহিনী ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক কাজ করতে চায়, আমরা আত্মরক্ষার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত, এবং আমরা পূর্ণ শক্তির সঙ্গে তা মোকাবিলা করব।"
নিষেধাজ্ঞা, ভারতের সঙ্গে সম্পর্ক
মোটলাগ বলেন, ইরান বহু বছর ধরে বিদেশি নিষেধাজ্ঞার মুখোমুখি হচ্ছে এবং প্রতিরোধ করছে, কিন্তু তাদের প্রতিরোধ করার ক্ষমতাও দেখিয়েছে। তিনি বলেন, "পশ্চিমী নিষেধাজ্ঞা ভারত-সহ বিশ্বের বিভইন্ন দেশের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ককে প্রভাবিত করেছে। তবে শেষ পর্যন্ত, এর সমাধান রয়েছে এবং আমরা কিছু ব্যবস্থা নিয়েছি। একইভাবে, ভারতীয়রাও কিছু ব্যবস্থা নিয়েছে যাতে তারা আমাদের সঙ্গে ব্যবসায়ীক সম্পর্ক বজায় রাখতে পারে।"
ইরানে ভারতীয়রা নিরাপদ কিনা সে বিষয়ে কনসুল জেনারেল বলেন, "কোনও বিদেশি নাগরিকের কোনও ক্ষতি হয়নি, হবেও না।" তাঁর কথায়, "আমি ইরান থেকে ফিরে আসা ভারতীয় নাগরিকদের কিছু সাক্ষাত্কার দেখেছি। কেউ কেউ বলেছিলেন যে, তাঁরা বুঝতেও পারেনি যে কোনও অশান্তি ছিল। স্পষ্টতই, তাঁরা এমন কিছু দূরবর্তী স্থানে বাস করছিলেন যেখানে কোনও অশান্তি ছিল না। আমি আশ্বস্ত করতে চাই যে, বর্তমানে ইরানে বসবাসকারী ভারতীয়দের পরিবারের সদস্যরা সকলেই নিরাপদ এবং সুস্থ আছেন।"
'ইন্টারনেট পরিস্থিতির উন্নতি হচ্ছে'
বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট বিশ্বজুড়ে সমালোচিত হয়েছে। কনসাল জেনারেলকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন যে, এই ব্ল্যাকআউট প্রয়োজনীয় ছিল কারণ ইন্টারনেট ব্যবহার করে "বিদেশিরা অস্থিরতা তৈরি করছে" এবং দেশটি সাইবার আক্রমণও দেখেছে। তাঁর দাবি, "তবে, আমরা দেখছি যে ইন্টারনেট পরিস্থিতির উন্নতি হচ্ছে, এবং কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে কয়েক দিনের মধ্যে ইন্টারনেট সম্পূর্ণরূপে পুনঃপ্রতিষ্ঠিত হবে।"
খামেনেই বৈঠক করছেন
খামেনেই জনসমক্ষে উপস্থিত হওয়া এড়িয়ে যাচ্ছেন এবং একটি বাঙ্কারে লুকিয়ে আছেন এমন অভিযোগে, কূটনীতিক বলেছিলেন যে- সুপ্রিম লিডার ভিডিও কনফারেন্সিং এবং অন্যান্য উপায়ে কর্মকর্তাদের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত বৈঠক করছেন। বলেন, "আমরা কোনও বিদেশি শক্তিকে ভয় পাই না। কিছু লোক গুজব ছড়াচ্ছে। এটা স্বাভাবিক যে তাঁর এমিনেন্সের নিরাপত্তা কর্মীরা অবশ্যই তাঁকে রক্ষা করবে, অন্য যেকোনও দেশের মতোই। তবে, কারও মনে করা উচিত নয় যে তিনি বাঙ্কার বা আশ্রয়কেন্দ্রে লুকিয়ে আছেন।"
