আজকাল ওয়েবডেস্ক:  বাংলাদেশের নরসিংদী জেলায় এক গ্যারেজের ভেতরে আগুনে পুড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়েছে। নিহত যুবকের নাম চঞ্চল চন্দ্র ভৌমিক। বয়স ২৩। তিনি হিন্দু এবং দীর্ঘদিন ধরে ওই গ্যারেজে কাজ করতেন। পরিবার ও স্থানীয়দের অভিযোগ, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।


চঞ্চল কুমিল্লা জেলার লখিমপুর গ্রামের বাসিন্দা ছিলেন। কাজের প্রয়োজনে তিনি নরসিংদীতে ছিলেন। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য। তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।


ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে নরসিংদী পুলিশ লাইনের সংলগ্ন মসজিদ মার্কেট এলাকার একটি গ্যারেজে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানিয়েছে, রাতে গ্যারেজের ভেতরে ঘুমিয়ে ছিলেন চঞ্চল। ওই সময় দুর্বৃত্তরা বাইরে থেকে গ্যারেজের শাটারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গ্যারেজের ভেতরে।


ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় একজন ব্যক্তি বাইরে থেকে আগুন ধরিয়ে দিচ্ছে এবং অল্প সময়ের মধ্যেই পুরো গ্যারেজে আগুন ছড়িয়ে পড়ছে। স্থানীয়রা আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসে জানালে নরসিংদী ফায়ার সার্ভিসের একটি দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর পর গ্যারেজের ভেতর থেকে চঞ্চলের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ সময় আগুনের ভেতরে আটকে থাকায় চঞ্চল অত্যন্ত যন্ত্রণাদায়ক মৃত্যুর শিকার হন। নিহতের পরিবার এই ঘটনাকে ‘পরিকল্পিত হত্যা’ বলে দাবি করে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


এই ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে এবং হিন্দুদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

 


উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশে হিন্দুদের ওপর একাধিক হিংসার ঘটনার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সংখ্যালঘু সুরক্ষা নিয়ে সেখানে উদ্বেগ বাড়ছে।