আজকাল ওয়েবডেস্ক:‌ অবসর ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার জোরে বোলার কেন রিচার্ডসন। চলতি বিগ ব্যাশ লিগের পরেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি।


বিবিএলে সিডনি সিক্সার্সের হয়ে খেলছেন তিনি। তাঁর দল ফাইনালে উঠেছে। বিবিএলের ফাইনাল হবে ২৫ জানুয়ারি। সেটিই রিচার্ডসনের কেরিয়ারের শেষ ম্যাচ হতে চলেছে।


ফাইনালে পারথ স্করচার্সের বিরুদ্ধে খেলবে সিডনি সিক্সার্স। দ্বিতীয় কোয়ালিফায়ারে হোরার্ট হ্যারিকেনসকে ৫৭ রানে উড়িয়ে ফাইনালে উঠেছে সিডনি। ফাইনাল রবিবার। ওটাই কেন রিচার্ডসনের কেরিয়ারের শেষ ম্যাচ।


খেলা শেষে রিচার্ডসন বলেছেন, ‘‌জীবনের এই অংশ শেষ করার এটাই শেষ সময়। ক্রিকেট থেকে সবকিছু পেয়েছি। এবার থামতে হবে।’‌


গত অক্টোবরেই অবশ্য অবসরের ইঙ্গিত দিয়েছিলেন রিচার্ডসন। তবে খেলা ছাড়লেও খেলার সঙ্গেই যুক্ত থাকবেন তিনি। হয়ত কোচিংয়ে আসবেন। 


দেশের হয়েও খেলেছেন রিচার্ডসন। তবে শেষবার খেলেছেন ২০২৩ সালের নভেম্বরে ভারতের বিরুদ্ধে। তারপর আর জাতীয় দলে সুযোগ পাননি। ২০১৩ থেকে ২০২৩ এর মধ্যে ৬১ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রিচার্ডসন। তার মধ্যে ২৫টি একদিনের ম্যাচ ও ৩৬টি টি–২০ ম্যাচ। টেস্ট খেলার সুযোগ পাননি।


২০২১ সালে অস্ট্রেলিয়ার টি–২০ দলের অংশও ছিলেন রিচার্ডসন। বিগ ব্যাশে ১১৮ ম্যাচে ১৪২ উইকেট নিয়েছেন। এর বাইরে আইপিএল খেলেছেন পুনে ওয়ারিয়র্স, রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। তবে আইপিএলে খেলেছেন মাত্র ১৫ ম্যাচ। অন্যান্য দেশের ফ্রাঞ্চাইজি লিগেও নিয়মিত খেলেছেন। ঘরোয়া ক্রিকেট খেলেছেন কুইন্সল্যান্ড ও সাউথ অস্ট্রেলিয়ার হয়ে। 

এদিকে, অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে এখনও অপরাজিত ভারত। ছোটদের বিশ্বকাপে গ্রুপ পর্বে দু’ম্যাচ খেলে দু’টিই জিতেছে তারা। ইতিমধ্যেই সুপার সিক্সে জায়গা করে নিয়েছে ভারত। শনিবার গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে বৈভব সূর্যবংশীরা। গ্রুপের শেষ ম্যাচ জিতে অপরাজিত থেকে সুপার সিক্সে নামতে চাইবে ভারত। তবে সেই ম্যাচে নামার আগে ভারতের প্রধান চিন্তা দলের ব্যাটিং। 


গ্রুপের প্রথম ম্যাচে আমেরিকা ও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারালেও ভারতের ব্যাটিং নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। দুই ম্যাচেই রান পেয়েছেন একমাত্র অভিজ্ঞান কুন্ডু। দ্বিতীয় ম্যাচে রান পেয়েছে বৈভব। কিন্তু বাকি ব্যাটিং এখনও অবধি ব্যর্থ। অধিনায়ক আয়ূষ মাত্রে রান পাচ্ছেন না।