আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন আইএফএ সচিব উৎপল গাঙ্গুলির বাড়িতে সকাল সাড়ে সাতটায় আয়কর দফতরের আধিকারিকেরা হানা দেন। দীর্ঘ সময় ধরে তল্লাশি অভিযান চলে। মূলত দেশের বিভিন্ন প্রান্তে বৈদেশিক মদ প্রস্তুতকারী কিছু সংস্থায় আয়কর দপ্তর হানা দিয়েছে এবং তল্লাশি অভিযান চালাচ্ছে। এরই মাঝে আজ কলকাতায় উৎপল গাঙ্গুলির বাড়িতে হাজির আয়কর আধিকারিকরা। সূত্র মারফত জানা যাচ্ছে, তাঁর বিরুদ্ধে বৈদেশিক মত প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে।

আয়ের সঙ্গে ব্যয় বহির্ভূত সম্পর্কের জন্যই তাঁর বাড়িতে আয়কর দফতরের হানা। প্রসঙ্গত, ঝাড়খণ্ডের ছটি জায়গায় এবং ওড়িশার দুটি জায়গা মিলিয়ে মোট আটটি জায়গায় আইটির তল্লাশি অভিযান চলছে বেশ কিছুদিন ধরেই। এর মধ্যে উল্লেখযোগ্য হল, ঝাড়খন্ডে কংগ্রেসের রাজ্যসভার সাংসদের বাড়ি এবং অফিস থেকে প্রায় সাড়ে ৩০০ কোটি টাকারও বেশি (৩৫১ কোটি) উদ্ধার করেছেন তদন্তকারী আধিকারিকরা। এখনও পর্যন্ত টাকা গোনার কাজ চলছে।