আজকাল ওয়েবডেস্ক: মুম্বইয়ের কাছে ফের রেল দুর্ঘটনা। রবিবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ মুম্বইয়ের কাসারা এবং ডাউন লাইনের টিজিআর ৩ স্টেশনের মধ্যে মালগাড়ি লাইনচ্যুত হয় আচমকা। ট্রেন লাইনচ্যুত হওয়ায় ডাউন লাইন এবং মিডল লাইনের কসারা থেকে ইগতপুরী বিভাগের এক্সপ্রেস ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। যদিও কর্মকর্তারা জানিয়েছেন, এই দুর্ঘটনায় কোনওভাবে নিত্যযাত্রীদের যাতায়াত এবং লোকাল ট্রেন পরিষেবায় কোনও সমস্যা হয়নি। ইগতপুরী থেকে কাসারা আপ লাইনের ট্রেন চলছে স্বাভাবিক ভাবেই। লাইনচ্যুত ওয়াগন গুলিকে লাইন থেকে সরানোর চেষ্টা চলছে।