সংবাদসংস্থা মুম্বই: বলি তারকাদের উপর লাগাতার আসছে প্রাণনাশের হুমকি। সইফ আলি খানকে প্রাণে মারার চেষ্টার পর থেকে আতঙ্কে রয়েছে টিনসেল টাউন। এর মাঝেই খুনের হুমকি দেওয়া হল কমেডিয়ান কপিল শর্মাকে। অজ্ঞাত হুমকি পাওয়ার এই তালিকায় রয়েছেন রাজপাল যাদব, রেমো ডি'সুজা, গায়ক সুগন্ধা মিশ্রও।
মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তান থেকে এই খুনের হুমকির ইমেল পাঠানো হয়েছে কপিল শর্মা সহ রাজপাল, রেমো সবাইকে। খুনের হুমকি পাওয়ার ঘটনায় অম্বালি থানায় অভিযোগ দায়ের করেন কপিল শর্মা। এই ঘটনায় ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির ৩৫১ (৩) ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় তদন্তও ইতিমধ্যে শুরু করে দিয়েছে মুম্বই পুলিশ।
এর মাঝেই তাঁর নতুন ছবি 'কিস কিসকো পেয়ার করুঁ ২'-এর শুটিং শুরু করেছেন। কপিলের এই ছবিটি ২০১৫ সালের 'কিস কিসকো পেয়ার করুঁ'-এর সিক্যুয়েল, যা হিন্দি সিনেমার জগতে তাঁর আত্মপ্রকাশ ছিল।
ছবিতে একজন নয়, চারজন নায়িকার সঙ্গে রোম্যান্সে মজেছিলেন কপিল। দেখা গিয়েছিল সাই লোকুর, মঞ্জরি ফাডনিস, সিমরান কৌর মুন্ডি, এলি আব্রামকে। দ্বিতীয় ভাগের পরিচালনায় থাকছেন অনুকল্প গোস্বামী। প্রযোজনা করছেন রতন জৈন, গণেশ জৈন ও আব্বাস মুস্তান। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে ছবিটি, এমনটাই জানা যাচ্ছে।
