আজকাল ওয়েবডেস্ক: সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদারের জোড়া শতরানে বিজয় হাজারে ট্রফির শেষ আটে বাংলা। শনিবার রাজকোটে গুজরাটকে ৮ উইকেটে হারাল লক্ষ্মীরতন শুক্লার দল। সামনে থেকে নেতৃত্ব দেন সুদীপ। অধিনায়কোচিত ইনিংস। ১৩২ বলে ১১৭ রান করেন সুদীপ। এই ইনিংসে ছিল ২টি ছয়, ৯টি চার। অন্য প্রান্তে ৮৮ বলে ১০২ রানে অপরাজিত অনুষ্টুপ। তাঁর ইনিংসে ছিল ১টি ছয়, ১০টি চার। ব্যাক টু ব্যাক শতরান বাংলার অভিজ্ঞ ক্রিকেটারের। পাঞ্জাবের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচেও একশো করেছিলেন অনুষ্টুপ। প্রথমে ব্যাট করে বাংলাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় গুজরাট। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮৩ রান তোলে। শতরান করেন প্রিয়ঙ্ক পঞ্চল (১০১)। জোড়া উইকেট নেন অভিষেক হওয়া সুমন দাস। প্রদীপ্ত প্রামাণিকও দুটো উইকেট তুলে নেন। মহম্মদ কাইফ এবং করণ লাল একটি করে উইকেট পান। জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে ৪৬ ওভারেই জয়সূচক রানে পৌঁছে যায় বাংলা। প্রথম ওভারে শূন্যতে ফিরে যান শাকির হাবিব গান্ধী। কিন্তু দ্বিতীয় উইকেটে ৭৬ রান যোগ করেন অভিষেক পোড়েল, সুদীপ ঘরামি। মাত্র ৩ রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করে বাংলার উইকেটকিপার ব্যাটার। ৪৭ রানে অভিষেক আউট হওয়ার পর কোনও প্যানিক করেনি সুদীপ, অনুষ্টুপরা। মাথা ঠাণ্ডা রেখে অভিজ্ঞতা কাজে লাগায় দুই ব্যাটার। আর কোনও উইকেট হারায়নি বাংলা। তৃতীয় উইকেটে ২০৯ রান যোগ করে দলকে জয়সূচক রানে পৌঁছে দেয় এই জুটি।
