আজকাল ওয়েবডেস্ক: দুর্ভোগ এখনও কাটেনি চেন্নাইয়ে। ঘূর্ণিঝড় পেরিয়ে গেলেও বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকায়। খাবার থেকে পানীয় জলের সঙ্কটে চরম বিপত্তি হাজার হাজার মানুষের। শনিবার প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঝড়বৃষ্টিতে চেন্নাইয়ে মৃত বেড়ে ২৪। তামিলনাড়ু সরকার চেন্নাই, কাঞ্চিপুরম, তিরুভাল্লুর এবং চেঙ্গালপাট্টুতে শনিবার সমস্ত বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তবে সোমবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে ওইদিন সরকারি, বেসরকারি স্কুলের ক্লাস শুরু করা যায়।
চেন্নাইয়ে এখনও জলমগ্ন বহু এলাকা। এখনও গৃহহীন বহু মানুষ। এই পরিস্থিতিতেই আরও বৃষ্টির পূর্বাভাস দিল মৌসম ভবন। হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার তামিলনাড়ু, কেরল, পুদুচেরিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আরও বৃষ্টি হলে ফের জল জমার আশঙ্কা রয়েছে। উদ্ধারকাজ ব্যাহত হবে বলেও আশঙ্কা। ফলে সপ্তাহান্তেও ভোগান্তি থাকবে স্থানীয়দের।