আজকাল ওয়েবডেস্ক:  ভারতীয় বিমান বাহিনীর ফাইটার জেটগুলিতে এবার থেকে থাকবে ডিজিটাল ম্যাপ সিস্টেম। পাইলটরা যাতে দিকভুল না করেন সেদিকেই প্রধান নজর দেওয়া হবে। হালের এক অধিকর্তা জানান, এবার থেকে কোনও পাইলট ভুল করেও সীমানা পার করবে না। মাঝ আকাশ থেকে তারা হারিয়েও যাবে না। এই প্রযুক্তির ফলে বিমান দুর্ঘটনার সংখ্যাও কমবে বলে জানানো হয়েছে। এই ডিজিটাল ম্যাপ প্রতিটি ফাইটার জেটে থাকবে। ফলে পাইলটরা সহজেই তাদের আকাশপথ নির্ধারণ করতে পারবেন। এই ম্যাপ টুডি এবং থ্রিডি হিসাবে থাকবে। পাইলটরা যদি পর্বতের সামনে দিয়ে যান তবে তা আগে থেকেই দেখিয়ে দেবে ম্যাপ। শত্রুপক্ষের ক্যাম্প ঠিক কোন জায়গায় রয়েছে তাও সহজে বাতলে দেবে ম্যাপ। ভারতীয় বিমান বাহিনীতে এই ডিজিটাল ম্যাপের অন্তর্ভুক্তি দেশকে আরও বেশি শক্তিশালী করবে বলেই মনে করা হচ্ছে। বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশেই এই ব্যবস্থা চালু রয়েছে। সেই তালিকায় এবার ভারতের নামও উঠে গেল।