আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফিতে শুভমান গিলের পারফরম্যান্স দেখার পরে বিরক্ত অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেট কিপার অ্যাডাম গিলক্রিস্ট।
হেয়ারস্টাইলের উপরে নজর না দিয়ে ব্যাটিং নিয়ে চিন্তাভাবনা করুক গিল। এমনটাই পরামর্শ দিয়েছেন গিলক্রিস্ট। প্রাক্তন অজি উইকেট কিপার বলেছেন, ''সেঞ্চুরি করে হেলমেট খুললে তবেই গিলের চুল আকর্ষণীয় লাগবে।''
পাঁচটি ইনিংসে গিল রান করেছেন ৯৩। গিলি বলেন, ''আমি ওকে দশে তিন দেব বলে স্থির করেছিলাম। কিন্তু আমি ওকে দশে চার দেব।''
শুধু গিলক্রিস্ট নন, ইংল্যান্ডের প্রাক্তন তারকা মাইকেল ভনও গিলের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনিও গিলকে দশে ৪ পয়েন্ট দিয়েছেন।
২০২২ সালে বাংলাদেশের বিরুদ্ধে ১১০ রান করেন গিল। তার পরে ১৬টি ইনিংসে বিদেশের মাটিতে একটিতেও হাফ সেঞ্চুরি করতে পারেননি গিল।
গিলকে নিয়ে গিলি ও ভন হতাশ হলেও, রবীন্দ্র জাদেজার প্রশংসা করতে ভোলেননি দুই প্রাক্তন। ভন দশের মধ্যে সাড়ে সাত দিচ্ছেন রবীন্দ্র জাদেজাকে।
