সংবাদসংস্থা, মুম্বই: নীল সমুদ্রের ঢেউ মিশেছে সৈকতে। সেখানে সাদা ট্রাউজারে শুয়ে রয়েছেন বলিউডের "গ্রিক গড" হৃত্বিক রোশন। একরাশ খোলা হওয়ার মতো তাঁর বক্ষলগ্না হয়েছেন দীপিকা পাড়ুকোন। পরনে তাঁর কালো মনোকিনি। আবেগে উষ্ণতা।
দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশন এবং অনিল কাপুরের "ফাইটার" ছবির ট্রেলর মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। এরিয়াল অ্যাকশন ধর্মী এই ছবি নিয়ে অনুরাগীরা বহুদিন ধরেই ছিলেন অপেক্ষায়। সেই টিজারেই হৃত্বিক ও দীপিকার রসায়ন দেখে কপালে ভাঁজ পড়েছে নেটপাড়ার। ১ মিনিট ১৩ সেকেন্ডর টিজারটি ভিজ্যুয়াল এফেক্টের জন্য মনোযোগ আকর্ষণ করেছে অনুরাগীদের। সকলে বলছেন , "আগুন লাগিয়ে দিয়েছেন।"
চলচ্চিত্রটিতে ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তাদের ভূমিকায় অভিনয় করেছেন হৃত্বিক ও দীপিকা। নির্মাতারা আনুষ্ঠানিকভাবে টিজারটি প্রকাশ্যে আনার পরেই নেটপাড়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে হৃত্বিক দীপিকার উষ্ণ রসায়ন। সমুদ্র সৈকতে তাঁদের চুম্বন দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল।
"ফাইটার" পরিচালনা করেছেন "ওয়ার", "পাঠান" খ্যাত সিদ্ধার্থ আনন্দ। ছবিতে স্কোয়াড্রন লিডার শমসের "প্যাটি" পাঠানিয়ার ভূমিকায় অভিনয় করছেন হৃতিক। স্কোয়াড্রন লিডার মিনাল "মিন্নি" রাঠোরের ভূমিকায় দেখা যাবে দীপিকাকে। অন্যদিকে, গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় "রকি" সিংয়ের ভূমিকায় অভিনয় করবেন অনিল কাপুর।
এই প্রথম বড়পর্দায় জুটি বাঁধলেন হৃত্বিক ও দীপিকা। শুরুতেই আগুন লাগিয়ে দিয়েছেন বলে মনে করছেন সমালোচকরা।
দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশন এবং অনিল কাপুরের "ফাইটার" ছবির ট্রেলর মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। এরিয়াল অ্যাকশন ধর্মী এই ছবি নিয়ে অনুরাগীরা বহুদিন ধরেই ছিলেন অপেক্ষায়। সেই টিজারেই হৃত্বিক ও দীপিকার রসায়ন দেখে কপালে ভাঁজ পড়েছে নেটপাড়ার। ১ মিনিট ১৩ সেকেন্ডর টিজারটি ভিজ্যুয়াল এফেক্টের জন্য মনোযোগ আকর্ষণ করেছে অনুরাগীদের। সকলে বলছেন , "আগুন লাগিয়ে দিয়েছেন।"
চলচ্চিত্রটিতে ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তাদের ভূমিকায় অভিনয় করেছেন হৃত্বিক ও দীপিকা। নির্মাতারা আনুষ্ঠানিকভাবে টিজারটি প্রকাশ্যে আনার পরেই নেটপাড়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে হৃত্বিক দীপিকার উষ্ণ রসায়ন। সমুদ্র সৈকতে তাঁদের চুম্বন দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল।
"ফাইটার" পরিচালনা করেছেন "ওয়ার", "পাঠান" খ্যাত সিদ্ধার্থ আনন্দ। ছবিতে স্কোয়াড্রন লিডার শমসের "প্যাটি" পাঠানিয়ার ভূমিকায় অভিনয় করছেন হৃতিক। স্কোয়াড্রন লিডার মিনাল "মিন্নি" রাঠোরের ভূমিকায় দেখা যাবে দীপিকাকে। অন্যদিকে, গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় "রকি" সিংয়ের ভূমিকায় অভিনয় করবেন অনিল কাপুর।
এই প্রথম বড়পর্দায় জুটি বাঁধলেন হৃত্বিক ও দীপিকা। শুরুতেই আগুন লাগিয়ে দিয়েছেন বলে মনে করছেন সমালোচকরা।
