আজকাল ওয়েবডেস্ক: দ্রুততম ৪০০০ রান করা প্রথম ভারতীয় মহিলা হিসেবে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। মান্ধানা বিশ্বের ১৫তম এবং মিতালি রাজের পর দ্বিতীয় ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি একদিনের ক্রিকেটের ফরম্যাটে ৪০০০ রানের গণ্ডি পার করলেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে এদিন রান তাড়া করছিল ভারত। দ্বিতীয় ইনিংসের নবম ওভারে আর্লিন কেলির বলে একটি সিঙ্গল নিয়ে এই রেকর্ড ছুঁলেন স্মৃতি।
অধিনায়ক হরমনপ্রীত কৌর বিশ্রামে থাকায় এদিন ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব ছিল মান্ধানার হাতেই। ২৯ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। নবাগত প্রতীকা রাওয়ালের সঙ্গে ৭০ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। ২৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই ভারতের জন্য জয়ের ভিত গড়ে দেন এই দুই ক্রিকেটার। এটি মান্ধানার ৯৫তম একদিনের ম্যাচ ছিল। ১০০ ইনিংসের কম খেলে ৪০০০ রানে পৌঁছেছেন তিনি। স্মৃতিই প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি এই কৃতিত্ব অর্জন করলেন। বিশ্বের তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে নিজের জায়গা করে নিলেন তিনি।
৭৮০৫ রান করে ভারতের মহিলা ক্রিকেটারদের তালিকায় শীর্ষে রয়েছেন মিতালি রাজ। তারপরেই এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মান্ধানা। ২০২৪ সালেও দুর্দান্ত ফর্মে ছিলেন স্মৃতি। গত বছর ওয়ান ডে এবং টি-টোয়েন্টি উভয় ফরম্যাটেই সর্বাধিক রান সংগ্রাহক হন ভারতীয় ওপেনার। এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক আন্তর্জাতিক রান করার রেকর্ডও রয়েছে স্মৃতির নামেই। ২০২৪ সালে ভারতের একমাত্র টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তিনি। গত বছরে ওয়ানডে ফরম্যাটে চারটি সেঞ্চুরি করেছেন তিনি। যা কিনা এক বছরে কোনও খেলোয়াড়ের সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড।
