আজকাল ওয়েবডেস্ক: যে দেশের ইতিহাসে জড়িয়ে রাজা-মহারাজারা, জড়িয়ে রয়েছে তাঁদের বেঁচে থাকা, জীবন যাত্রা, সেদেশের ইতিহাসে ‘দুর্গ’ গুরুত্বপূর্ণ। দেশের ছোট-বড় বহু দুর্গ এখন দেশের 'হেরিটেজ সাইট'। সরকার সেগুলির দেখভাল করে। ঐতিহাসিক তাৎপর্য রক্ষা করা হয়, একই সঙ্গে সেগুলি সাধারণের দেখার জন্য টিকিটের ব্যবস্থা রয়েছে। বহু মানুষ প্রতি বছর এই দুর্গগুলি ঘুরে দেখেন, সেখানকার গায়ে লেগে থাকা ঐতিহ্যের ছাপ দেখেন মুগ্ধ হয়ে। শুধু দেশ নয়, বিদেশেও খ্যাতি দেশের এই দুর্গগুলির।
তবে এখনও এমন এক দুর্গ রয়েছে, যেখানে বসবাস করেন হাজার হাজার মানুষ। তাঁদের আবার নূন্যতম ভাড়াও লাগে না। শুধু বসবাস করেন না, তাঁদের ঘরের দেওয়ালে রয়েছে থরে থরে রয়েছে ঐতিহ্যের সম্ভার।
সোশ্যালমিডিয়ায় একজন ইতিমধ্যে ওই দুর্গের ভিডিও শেয়ার করেছেন। তাঁর মতে, ওই একমাত্র দুর্গটি অবস্থিত জয়সলমির, রাজস্থানে। সেখানে অন্তত চার হাজার মানুষ বসবাস করছেন এই মুহূর্তে, ভিডিওতে তেমনটাই জানিয়েছেন তিনি।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই ভিডিও। সোশ্যাল মিডিয়ায় তরুণী জানিয়েছেন, ওই দুর্গে বসবাসকারীরা, বিয়ের নিমন্ত্রণপত্র ছাপান না, নিজেদের দেওয়ালে আঁকেন। সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ আগ্রহ দেখিয়েছেন বইয়ের নিমন্ত্রণপত্রের বিষয়ে। উল্লেখ্য, রাজা রাওয়াল জয়সাল ১১৫৬সালে এই দুর্গটি তৈরি করিয়ে ছিলেন। তৎকালীন সমাজ-জীবনযাত্রার এক জীবন্ত দলিল এই দুর্গ।
