আজকাল ওয়েবডেস্ক: লোকসভার শীতকালীন অধিবেশনের শুরুর দিন থেকেই নজর ছিল মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা ক্যাশ ফর কোয়েশ্চন কাণ্ডের দিকে। এথিক্স কমিটির রিপোর্ট কবে জমা পড়বে? তা নিয়ে বিস্তর আলোচনার মাঝেই বৃহস্পতিবার জানা গিয়েছিল, রিপোর্ট জমা পড়বে শুক্রবার। শুক্রবার সকাল থেকে নজর সংসদের লোকসভার কক্ষের দিকে। প্রথম ভাগে হট্টোগোলের জেরে ১২টা পর্যন্ত অধিবেশন মুলতুবি হয়ে যায়। ১২টার পর ফের অধিবেশন শুরু হলে এথিক্স কমিটি মহুয়ার বিরুদ্ধে রিপোর্ট পেশ করে। রিপোর্টে মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ করা হয়েছে বলেই জানা গিয়েছে।। তবে দ্বিতীয় দফার শুরুতেও ফের শুরু হয় স্লোগান। হট্টোগোলের জেরে শুক্রবার দ্বিতীয় দফায় মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন। দুপুর ২টো পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবারেই জানা গিয়েছিল, এথিক্স কমিটির রিপোর্টের ভিত্তিতেই সিদ্ধান্ত জানাবেন লোকসভার অধ্যক্ষ। সেক্ষেত্রে আধঘন্টার মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে বলেও জানা গিয়েছিল। এখন দুপুর ২টোর পর মহুয়া প্রসঙ্গে কোন সিদ্ধান্ত নেন স্পিকার, সেদিকেই নজর সকলের। অন্যদিকে শুক্রবার সকালে চেনা ছন্দেই সংসদে দেখা যায় মহুয়াকে। শুরুতেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাঁর মুখে শোনা যায়, "আমাদের বাংলায় একটা কবিতা আছে কাজী নজরুল ইসলামের, অসত্যের কাছে কভু নত নাহি হবে শির।" মাথা নত যে তিনি করবেন না, সেই বার্তা আগেও বহুবার দিয়েছেন সাংসদ। শুক্রবার তার সঙ্গেই বলেন, "দেবী দুর্গা এসে গিয়েছে।" সঙ্গেই বলেন, "যাঁরা বস্ত্রহরণ করেছেন তাঁরা এবার লোকসভায় মহাভারতের যুদ্ধ দেখবেন।" মহুয়ার পাশে আগেই দাঁড়িয়েছিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। ইন্ডিয়া জোটের শরিক দলগুলিও রয়েছে তাঁর পাশে।