রাজ্যের শীত জাঁকিয়ে বসছে আক্ষেপ মিটিয়ে। শনিবার থেকে ঘন কুয়াশা জেলায় জেলায়। দিনভর উত্তুরে হাওয়া। গত রবিবার শহরের এখনও পর্যন্ত শীতলতম দিন ছিল।
2
8
তবে, বড়দিনেই আরও জাঁকিয়ে পড়বে শীত। সূত্রের খবর তেমনটাই। তথ্য, আগামী কয়েকদিনে হুড়মুড়িয়ে তাপমাত্রা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
3
8
আগামী দু-তিন দিনে আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে জেলায় জেলায়।
4
8
সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ২৪ ডিগ্রি এবং ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
5
8
মঙ্গলবার হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা সোমবারের থেকে কমেছে প্রায় দু'ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়েও কম অনেকটাই। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫.২ ডিগ্রি। অর্থাৎ ভোর বা রাতের দিকে তাপমাত্রা শহরের এর আশেপাশেই থাকবে। ২৫ ডিসেম্বর কলকাতার তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা।
6
8
তাপমাত্রা কমবে অন্যান্য জেলাগুলিতেও। বাঁকুড়া, পুরুলিয়ার তাপমাত্রা ৯ ডিগ্রির নীচেও নেমে যেতে পারে বলে খবর।
7
8
মঙ্গলবারেও জেলায় জেলায় ভোর থেকে কুয়াশার দাপট অব্যাহত। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মাঝারি কুয়াশা লক্ষ করা গিয়েছে।