চলতি বছর অর্থাৎ ২০২৫ সালে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গোচর করেছে শনিদেব। আগামী বছর এই একই রাশিতে অবস্থান করবে বড়দেবতা। মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, অর্থাৎ যে কিনা জ্ঞান, ধর্ম, সন্তান, বিবাহ, অর্থের দেবতা। ফলে ২০২৬ সালে যেহেতু মীন রাশিতে থাকবে শনিদেব যিনি ন্যায়াধিপতি, সেহেতু এর সুফল লাভ করবে ৪ রাশির জাতকেরা। ছবি- সংগৃহীত
2
9
বৃষ: আয়ের নতুন উৎস তৈরি হবে। ফলে বৃদ্ধি পাবে আমদানি। আর্থিক অবস্থা শক্তিশালী হবে। ইতিবাচক বদল ঘটবে পরিবারে। যাঁরা চাকরি করছেন তাঁরা তাঁদের কাজের প্রশংসা পাবেন কর্মক্ষেত্রে। ছবি- সংগৃহীত
3
9
যাঁরা ব্যবসায়ী তাঁদের ব্যাপক লাভের মুখ দেখবেন। দোকান থেকে ফ্যাক্টরির সংখ্যা বৃদ্ধি পাবে। সমাজে প্রতিপত্তি, খ্যাতি বৃদ্ধি পাবে। ছবি- সংগৃহীত
4
9
কর্কট: ভাগ্যদেব আগামী বছর এই রাশির জাতকদের প্রতি সদয় থাকবে। খরচ কমবে, বৃদ্ধি পাবে আয়ের পরিমাণ। কাজের জন্য বিদেশে যেতে হতে পারে। ছবি- সংগৃহীত
5
9
যাঁরা চাকরি করেন তাঁদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আত্মবিশ্বাস বাড়বে। যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য পাবেন। শিক্ষার্থীরা বড় পরীক্ষায় সাফল্য পাবেন। ছবি- সংগৃহীত
6
9
কন্যা: ব্যবসায়ীদের জন্য আগামী বছর ভাল কাটবে। বিশেষ করে পার্টনারশিপে যাঁরা ব্যবসা করেন তাঁরা তুমুল লাভের মুখ দেখবেন। চাকুরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ছবি- সংগৃহীত
7
9
আইনি ঝামেলায় জড়িয়ে থাকলে আগামী বছর সেটা থেকে নিষ্কৃতি পাবেন। ফলাফল আপনার পক্ষেই আসবে। ২০২৬ সালটা মোটের উপর ভালই কাটবে। ছবি- সংগৃহীত
8
9
বৃশ্চিক: যাঁরা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত তাঁদের নাম, সুখ্যাতি বাড়বে। আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পাবে। যাঁরা প্রেম করছেন, তাঁরা জীবনের পরবর্তী ধাপ অর্থাৎ বিয়ে করবেন। ছবি- সংগৃহীত
9
9
সম্পত্তি কিনতে পারেন। বা কারও থেকে উপহার পেতে পারেন। পৈতৃক সম্পত্তি নিয়ে জটিলতা চললে, সেটা মিটে সম্পত্তি পাবেন। বিনিয়োগ করলে ভাল লাভ পাবেন। তবে বিনিয়োগ করার আগে পরিবারের সঙ্গে আলোচনা করা বাঞ্ছনীয়। সমাজে আপনার মান, সম্মান বাড়বে। ছবি- সংগৃহীত