আজকাল ওয়েবডেস্ক: বার্সেলোনার সঙ্গে ২০২৩ সালের অক্টোবরে চুক্তিতে সই করেছিলেন তারকা ফুটবলার লামিন ইয়ামাল। স্পেনের নিয়ম অনুযায়ী, তাঁর বয়স কম হওয়ায় তাঁকে সর্বোচ্চ তিন বছরের জন্য চুক্তিবদ্ধ করা গিয়েছিল। তবে তিনি বার্সার সঙ্গে চুক্তি বাড়াবেন কিনা তা জানতে আগ্রহী গোটা ফুটবল দুনিয়া। জানা গিয়েছে, গত বারের চুক্তি প্রায় শেষের দিকে চলে এলেও এখনও পর্যন্ত স্প্যানিশ ক্লাব নতুন চুক্তিতে সই করায়নি ইয়ামালকে। অন্যদিকে, ফরাসি ক্লাব পিএসজি ২৫০ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছিল লামিনকে। যা নিয়ে উদ্বেগে ছিলেন ক্লাব সমর্থকরাও।
এই আবহেই ফুটবল দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করা লামিন ইয়ামাল নিশ্চিত করেছেন, তিনি শীঘ্রই বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে সই করতে পারেন। ফলে তাঁর ক্লাব ছাড়া সম্পর্কে যাবতীয় গুজবের অবসান ঘটল। জানা গিয়েছে, গত চুক্তির সময়েই ভবিষ্যতে সম্প্রসারণ নিয়ে ইয়ামালের এজেন্ট জর্জ মেন্ডেসের সঙ্গে আলোচনা করে বার্সেলোনা। বর্তমানে স্প্যানিশ ক্লাব ইয়ামালের জন্য চার বছরের একটি নতুন চুক্তি প্রস্তুত করছে। যা তাঁকে ২০৩০ সাল পর্যন্ত ক্লাবে ধরে রাখতে সাহায্য করবে। যদিও এই নতুন চুক্তি এখনও স্বাক্ষরিত হয়নি।
সমর্থকদের উদ্বেগ দূর করতে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্সেলোনায় থাকার বিষয়ে নিজের ইচ্ছা প্রকাশ করেছেন ইয়ামাল। তিনি বলেন, ‘আমি জানি না চুক্তি কবে সই হবে, তবে আমি বিশ্বাস করি এটা খুব তাড়াতাড়িই হবে’। ১৬ বছর বয়সী এই বিস্ময় প্রতিভা বার্সেলোনাকে তাঁর স্বপ্নের ক্লাব উল্লেখ করে জানিয়েছেন, ‘আমি বার্সেলোনার সঙ্গে আমার চুক্তি নবীকরণ করতে চাই এবং যতদিন সম্ভব এই ক্লাবের সঙ্গে থাকতে চাই। আমি স্প্যানিশ লিগে খেলতে চাই’। লা লিগায় বর্তমানে চাপে থাকা বার্সা সমর্থকদের কাছে ইয়ামালের এই ঘোষণা নিঃসন্দেহে বড় স্বস্তির খবর বলেই মনে করছে ফুটবল মহল।
