সংবাদ সংস্থা মুম্বই: বড়সড় চুরি অভিনেত্রী পুনম ধিলোঁর বাড়িতে! অভিনেত্রীর মুম্বইয়ের খার অঞ্চলের ফ্ল্যাটে হয়েছে ওই চুরি। জানা গিয়েছে, ওই ফ্ল্যাটে মাঝেমধ্যে এসে থাকেন পুনমের ছেলে আনমোল। চুরির সময় তিনি তিনি বাড়ি ছিলেন না। অভিযোগ, বাড়ি ফাঁকা থাকার সুযোগে আলমারি থেকে গয়না ও নগদ টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত। এক লক্ষ টাকার হিরের দুল হাতিয়ে নিয়েছিল দুষ্কৃতী, সঙ্গে প্রায় ৩৫ হাজার টাকা ও ৫০০ আমেরিকান ডলার। তবে শেষমেশ পুলিশের হাতে ধরা পড়েছে ওই অভিযুক্ত। তবে সমস্ত নগদ টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ।
অভিনেত্রী বলেন, "আমি অত্যন্ত ভয়ে পেয়েছি ঘটনায়। এখনও বিশ্বাস হচ্ছে না। যায় হোক, অভিযুক্ত অন্য তিন জন মিস্ত্রিদের সঙ্গে কাজে লেগেছিল। সম্ভবত এই চুরির পরিকল্পনা আগে থেকেই ছকে রেখেছিল সে। আমার ছেলে সেই বাড়িতে ছিল না। ফিরেই সে লক্ষ্য করে ঘরের মূল্যবান জিনিসগুলো গায়েব। খেয়াল করামাত্রই আর দেরি করেনি সে। থানায় অভিযোগ দায়ের করে। নইলে হয়তো চুরি হওয়া মাল এতক্ষণে বিক্রিও হয়ে যেত। "
জানা গিয়েছে, গত ২৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ঘর রং করানোর জন্য ভাড়া করা হয় এক ব্যক্তিকে। অভিযুক্তের নাম সমীর আনসারি। গত রবিবার দুবাই থেকে বাড়ি ফিরে আনমোল বিষয়টি নজর করেন। সোমবার খার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁর ম্যানেজার সন্দেশ চৌধুরী।
