আজকাল ওয়েবডেস্ক: এক ওভারে ছ'টি বাউন্ডারি হাঁকালেন তামিলনাড়ুর ব্যাটসম্যান নারায়ণ জগদীশন। বিজয় হাজারে ট্রফির প্রি কোয়ার্টার ফাইনালে তামিলনাড়ু-রাজস্থান ম্যাচে এই ঘটনা ঘটল। তুষার রাহেজার সঙ্গে ওপেন করতে নেমেছিলেন জগদীশন।

প্রথম থেকেই আগ্রাসী ক্রিকেট খেলা শুরু করেন জগদীশন। রাজস্থানের বোলার আমন শেখাওয়াত পাঁচটি ওয়াইড বল করেন। শেখাওয়াতের ওভারেই ছ'টি বাউন্ডারি হাঁকান তামিলনাড়ুর ওপেনার। প্রথম চারটি হয় স্লিপের উপর দিয়ে। দ্বিতীয় চারটি পয়েন্ট অঞ্চল দিয়ে বাউন্ডারিতে পৌঁছয়। থার্ড ম্যান দিয়ে তৃতীয় বাউন্ডারি। চতুর্থ বাউন্ডারিটি স্কোয়ার কাটের মাধ্যমে ডিপ পয়েন্ট বাউন্ডারিতে পাঠিয়ে। ডিপ স্কোয়ার লেগের উপর দিয়ে পঞ্চম বাউন্ডারি মারেন জগদীশন। ফাইন লেগ দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে ষষ্ঠ চারটি মারেন জগদীশন। 

জগদীশনের ছ'টি বাউন্ডারির ফলে সেই ওভারে তামিলনাড়ু করে ২৯ রান। রাজস্থানের ২৬৮ রান তাড়া করতে নেমে প্রথম ২ ওভারেই ৩৯ রান করে ফেলে তামিলনাড়ু। জগদীশন ৫২ বলে ৬৫ রান করেন। অন্যদিকে বিজয় শঙ্করও ৬৯ বলে ৪৯ রান করেন। কিন্তু দু'জনের মূল্যবান ইনিংস কাজে আসেনি। তামিলনাড়ু ভেঙে পড়ে ২৪৮ রানে। ১৯ রানে ম্যাচটি হেরে যায় তামিলনাড়ু।

?ref_src=twsrc%5Etfw">January 9, 2025

 

শেখাওয়াত ৮.১ ওভার হাত ঘুরিয়ে ৬০ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন।  আগে ব্যাট করে রাজস্থান করেছিল ২৬৭ রান।