আজকাল ওয়েবডেস্ক: ঘরোয়া ক্রিকেট খেলা নিয়ে কয়েক মাস আগেও কত কালি খরচ হয়েছিল। সিডনি টেস্ট হেরে ভারতের হেড কোচ গৌতম গম্ভীর  সেই একই কথা শোনালেন। জাতীয় দলের প্রতিটি প্লেয়ারকেই  ঘরোয়া ক্রিকেটে দেখতে চান গম্ভীর। 

সাংবাদিক বৈঠকে গম্ভীর বলেন, ''আমি সব সময়েই চাই সবাই ঘরোয়া ক্রিকেট খেলুক। ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দেওয়া খুব দরকার। শুধুমাত্র একটা ম্যাচ নয়। তারা যদি সবকটি ম্যাচে খেলার দায়বদ্ধতা দেখায় এবং খেলে, তাহলে সবাই ঘরোয়া ক্রিকেট খেলবে। ঘরোয়া ক্রিকেটকে যদি গুরুত্ব দেওয়া না হয় তাহলে কাঙ্খিত প্লেয়ার পাওয়া যাবে না।'' 

সিডনিতে টেস্ট ম্যাচ হেরে বর্ডার-গাভাসকর ট্রফি তো ভারত হারলই সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার সুযোগও হারাল টিম ইন্ডিয়া। 

দশ বছর পরে  অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকর ট্রফি  ঘরে তুলল। ভারতের আধিপত্য  শেষ হয়ে গেল স্যর ডনের দেশে। 

এই প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে আর ভারত খেলবে না। আগেই ছাড়পত্র জোগাড় করে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। এদিন অস্ট্রেলিয়াও পাসপোর্ট পেয়ে গেল। ফাইনালে দেখা হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার।