আজকাল ওয়েবডেস্ক: এঁটো খাবারের প্লেট নিয়ে যাওয়ার সময় বরযাত্রীর গায়ে ধাক্কা। এই ‘অপরাধে’ প্রাণ গেল এক ওয়েটারের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। পুলিশ জানিয়েছে, গত ১৭ নভেম্বর একটি বিয়েবাড়িতে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, বছর ছাব্বিশের পঙ্কজ নামক ওই যুবক পড়াশোনা করত। পরিবারে আর্থিক সাহায্য করার জন্যই পড়াশোনার ফাঁকে বিভিন্ন অনুষ্ঠানে ওয়েটারের কাজও করত যুবকটি। ঘটনার দিন গাজিয়াবাদের পুষ্পা রোডে সিজিএস ভাটিকা গেস্ট হাউজে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে ক্যাটারিংয়ের কাজ করতে গিয়েছিল সে। খাবারের এঁটো প্লেট তুলে যখন ভিতরে আনছিল পঙ্কজ, সেই সময়ে বরযাত্রীতে আসা ঋষভ নামক এক যুবকের গায়ে সামান্য ধাক্কা লাগে। ঋষভ ধাক্কা মারেন ওয়েটারকে, এঁটো প্লেট আরও দু’জনের গায়ে লেগে যায়। এরপরই ওই ওয়েটারকে গালাগালি করতে শুরু করেন অভিযুক্তরা। গায়েও হাত তোলেন। পঙ্কজ প্রতিবাদ জানাতেই তিনজন মিলে বেধড়ক মারধর শুরু করে। গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে যুবক। অভিযোগ, রক্তাক্ত যুবককে কেউ হাসপাতালেও নিয়ে যায়নি। বিয়েবাড়ির মধ্যেই ওই যুবকের মৃত্যু হয়। অভিযুক্ত তিন যুবক এরপর পঙ্কজের দেহ নিয়ে গিয়ে কাছের জঙ্গলে ফেলে আসে। পরেরদিন পুলিশ ওই যুবকের দেহ উদ্ধার করে। প্রায় এক মাস তদন্ত করার পর অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
