সদ্যই সন্তানসুখ পেয়েছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। মাত্র এক মাস হল তাঁদের সন্তান ভূমিষ্ট হয়েছে। একরত্তিকে নিয়ে বর্তমানে পুরোদমে পিতৃত্ব উপভোগ করছেন ভিকি। আর তার মাঝেই অভিনেতা জানালেন তিনি তাঁর সন্তানকে নিজের কোন ছবি দেখাতে চান। 

সম্প্রতি একটি অনুষ্ঠানে অ্যাক্টর অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন ভিকি কৌশল। গত শুক্রবার, ১৯ ডিসেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হল এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সেখানেই বাবা হওয়ার পির সময় কেমন কাটছে সেটাই ভাগ করে নিলেন। একই সঙ্গে জানালেন ছেলে বড় হওয়ার পর ভিকি কৌশল তাকে নিজের কোন ছবি দেখাবেন। এই প্রসঙ্গে অভিনেতা বলেন, 'আমার প্রথম ছবি। আমি চাই, ও আমার প্রথম ছবিটা দেখুক। মাসান। ভীষণ সুন্দর ছবিটা। জানি ছবিটা দেখাটা খুবই কষ্টকর, অল্প বয়সে নয়। কিন্তু হয়তো পরে কখনও দেখবে। আসলে এই ছবিটি দেখায় জীবন আসলে ঠিক কেমন।' 

প্রসঙ্গত, ভিকি কৌশল তাঁর অভিনয় জীবনের পথ চলা শুরু করেন 'মাসান' ছবির হাত ধরে। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল এই ছবিটি। পরিচালনা করেছিলেন নীরজ ঘেইওয়ান। এখানে অভিনেতাকে একজন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হিসেবে দেখানো হয়েছিল যার নাম দীপক কুমার। সে পার্ট টাইমে মনিকর্ণিকা ঘাটে শব পোড়ানোর কাজ করত। ছবিতে জীবনের এক কঠিন বাস্তব, মৃত্যুকে দেখানো হয়েছিল। সঙ্গে জটিলতা, জীবনের আসল রূপ। একই সঙ্গে বিয়ের আগে যৌনতা নিয়ে সমাজে যে ছুঁতমার্গ রয়েছে সেটাও তুলে ধরা হয়েছিল। 

ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ ২০২১ সালের ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন। রাজস্থানের সিক্স সেন্সেস দুর্গ বারওয়ারায় তাঁদের বিবাহবাসর বসেছিল। এরপর চলতি বছরের গোড়ার দিকে ঘোষণা করেন তাঁরা যে তাঁদের সন্তান আসতে চলেছে। নভেম্বর মাসের ৭ তারিখ ভূমিষ্ঠ হয় তাঁদের ছেলে। এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল লেখেন, 'আমাদের খুশির বান্ডিল এসে গিয়েছে। আমাদের ছেলে হয়েছে।' 

ভিকি কৌশলকে দর্শক শেষবার 'ছাবা' ছবিতে দেখেছেন লক্ষ্মণ উটেকর পরিচালিত এই ছবিতে ভিকি কৌশল ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করেছিলেন। এটি ২০২৫ সালের অন্যতম সবথেকে বেশি ব্যবসা করা ছবি। কেবল এই বছর নয়, বলিউডের অন্যতম সর্বোচ্চ আয় করা ছবিটি। এটি বিশ্বজুড়ে ৮০৭ কোটি টাকা আয় করেছিল। আগামীতে ভিকি কৌশলকে 'লাভ অ্যান্ড ওয়ার' ছবিতে দেখা যাবে। সঞ্জয় লীলা বনসালি পরিচালিত এই ছবিতে রণবীর কাপুর এবং আলিয়া ভাটও থাকবেন।