আজকাল ওয়েবডেস্ক: বিতর্কিত সিদ্ধান্তে মেলবোর্নে দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন যশস্বী জয়সোয়াল। কামিন্সের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে ফস্কান যশস্বী। বল চলে যায় অজি উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে। অস্ট্রেলিয়া আউটের আবেদন জানায়। কিন্তু ফিল্ড আম্পায়ার আউট দেননি। এরপর ডিআরএস নেয় অস্ট্রেলিয়া। তাতে আউটের সিদ্ধান্ত দেওয়া হয় যশস্বীকে। এটা ঘটনা স্নিকোমিটারে দেখা গেছে বল যশস্বীর ব্যাটে লাগেনি। তবুও ডিআরএসে আউট দেওয়া হয় যশস্বীকে। মাঠ থেকে বেরনোর সময় রীতিমতো হতাশ দেখাচ্ছিল যশস্বীকে।
যশস্বীর বিতর্কিত আউট নিয়ে যখন সরগরম সোশ্যাল মিডিয়া। তখনই বিসিসিআই জানিয়ে দিয়েছে, যশস্বী কোনওভাবেই আউট ছিল না। বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা জানান, ‘যশস্বী আউট ছিলেন না এটা পরিস্কার। প্রযুক্তি কী বলছে তা থার্ড আম্পায়ারের খেয়াল রাখা উচিত। মাঠের আম্পায়ারের পাশাপাশি থার্ড আম্পায়ারকেও সজাগ থাকতে হবে।’
দিনের খেলার ৭১ তম ওভারে এই ঘটনাটি ঘটে। থার্ড আম্পায়ারের যুক্তি বল নাকি যশস্বীর গ্লাভসে লেগেছে। ৮৪ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন যশস্বী। সেখানেই ভারতের লড়াই শেষ। ১৫৫ রানে থেমে যায় ভারত। মেলবোর্ন টেস্ট হারতে হয় ১৮৪ রানে। সিরিজে অস্ট্রেলিয়া এগোল ২–১ এ। বাকি আর সিডনি টেস্ট।
