আজকাল ওয়েবডেস্ক: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ভারত জয় দিয়ে শুরু করেছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারত এই মুহূর্তে ১-০-এ এগিয়ে গিয়েছে। 

কিন্তু জয়ের আনন্দে লেগে রয়েছে উদ্বেগের ছোঁয়া। দেশের তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর চোটের কবলে। চোটের লাল চোখ দেখায় কিউয়িদের বিরুদ্ধে সিরিজের বাকি ম্যাচগুলোয় খেলতে পারবেন না ওয়াশিংটন সুন্দর। 

সুন্দরের পরিবর্তে ভারতীয় দলের দরজা খুলে গেল কার জন্য? তরুণ ক্রিকেটার আয়ুষ বাদোনি প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন। 

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়েছে, প্রথম ওয়ানডে ম্যাচ চলাকালীন চোট পান ওয়াশিংটন সুন্দর। সাইড স্ট্রেন হয় তাঁর। আর এই চোটের জন্য পাঁচ ওভারের বেশি বল করতে পারেননি ওয়াশিংটন সুন্দর। 

কিউয়িদের রান তাড়া করার সময়ে সুন্দরের আগে ব্যাট করতে পাঠানো হয় হর্ষিত রানাকে। পরে ব্যাট করতে নেমে সুন্দর সাত বলে সাত রান করেন। তিনি রান নেওয়ার জন্য দৌড়তে পারছিলেন না। যন্ত্রণা হচ্ছিল। লোকেশ রাহুল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়াশিংটন সুন্দরের অস্বস্তির কথা বলেন। 

সুন্দর ছিটকে যাওয়ায় আয়ূষ বাদোনি দলে ঢুকে গেলেন। ডান হাতি এই ব্যাটার ডান হাতে অফস্পিন করতে পারেন। দ্বিতীয় ওয়ানডে ম্যাচ হবে রাজকোটে। তার আগে দলের সঙ্গে যোগ দেবেন বাদোনি। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভাল পারফরম্যান্স করে যাচ্ছেন বাদোনি। তারই পুরস্কার পেলেন তিনি। 

সুন্দরের আগে ঋষভ পন্থও চোটের জন্য সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। পন্থের পরিবর্তে ধ্রুব জুড়েলকে দলে নেওয়া হয়। আর ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে দলে ডাক পেলেন বাদোনি।