আজকাল ওয়েবডেস্ক: পোস্ট অফিসের বিভিন্ন স্কিম রয়েছে। সেখানে বিনিয়োগ করলেই ভাল রিটার্ন মেলে। এখানে বিনিয়োগ করলে নিশ্চিত হয়ে থাকতে পারবেন। প্রতিটি মানুষ বর্তমানে নিজের জীবনে প্রতি মাসে কিছু টাকা সেভিংস করতে পারেন। তবে সেই টাকা যদি সঠিকভাবে বিনিয়োগ না করতে পারেন তাহলে সঠিক রিটার্ন মিলবে না।

 

 

পোস্ট অফিস সিনিয়র সিটিজেনদের জন্য নিয়ে এসেছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। এটি সকলের মধ্যে যথেষ্ট জনপ্রিয়। যারা সিনিয়র সিটিজেন তারা এখানে টাকা রেখে নিজের জীবনকে নিশ্চিত করে তোলেন। এই স্কিমটি পোস্ট অফিস চালু করেছে ২০০৪ সালে। এখানে টাকা বিনিয়োগ করতে পারেন ৬০ বছর বা তার বেশি বয়সের মানুষদের। তবে এখন ৬০ বছরের নিচে যাদের বয়স রয়েছে তারাও এখানে বিনিয়োগ করতে পারবেন।

 

 

এখানে বর্তমানে সুদের হার রয়েছে ৮.২ শতাংশ করে। নিজের চাহিদামত এখানে টাকা বিনিয়োগ করতে পারেন প্রবীণরা। এখানে ট্যাক্স বেনিফিটের সুবিধাও রয়েছে। এই স্কিমে সুদ পাবেন প্রতি তিনমাস অন্তর। এখানে একজন প্রবীণ নাগরিক যেমন বিনিয়োগ করতে পারেন তেমনি অবসরপ্রাপ্ত কর্মীরাও এখানে টাকা বিনিয়োগ করতে পারবেন। এখানে ১ হাজার টাকা থেকে বিনিয়োগ করতে পারবেন।

 

সবথেকে বেশি ৩০ লক্ষ টাকা এখানে বিনিয়োগ করতে পারবেন। এখানে বিনিয়োগকারীরা ৫ বছর সময় ধরে বিনিয়োগ করতে পারবেন। তবে তারপর যদি গ্রাহক সময় বাড়াতে চান তাহলে তিন বছর পর্যন্ত বাড়াতে পারেন। তাই সিনিয়র সিটিজেনরা এখানে বিনিয়োগ করতে পারেন। তবে যেকোনও বিনিয়োগের আগে মনে রাখা দরকার আপনাকে পোস্ট অফিস গিয়ে সমস্ত তথ্য সংগ্রহ করতে হবে। তারপর যদি সঠিক মনে করেন তাহলেই বিনিয়োগ করবেন।