আজকাল ওয়েবডেস্ক : বুধবার ইন্ডিয়া জোটের বৈঠকে আরও জটিলতা। সূত্রের খবর, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব দুজনেই এই বৈঠকে থাকছেন না। তবে প্রতিনিধি হিসাবে তাদের দলের পক্ষ থেকে অন্য কেউ থাকবে বলেই জানা গিয়েছে। যদিও লালু প্রসাদ যাদব এবং তেজস্বী যাদব বুধরারে বৈঠকে থাকবেন বলে জানা গিয়েছে। কংগ্রেসের সঙ্গে নীতিশ কুমার এবং অখিলেশ যাদবের দূরত্ব নিয়ে তৈরি হয়েছে নয়া জল্পনা। এদিকে সোমবারই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছেন তিনি এবারের বৈঠকে থাকবেন না। তিনি এই বৈঠক সম্পর্কে কিছুই জানেন না। সেইদিনে তিনি উত্তরবঙ্গ সফরে থাকবেন। বুধবারের ইন্ডিয়া জোটের বৈঠককে যেভাবে এড়িয়ে চলছেন হেভিওয়েটরা তাতে লোকসভা নির্বাচনের আগে এই জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে যাবে বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা।
